নাটক-সিনেমায় পিএইচডি করছে চিনের রোবট

- আপডেট : ৬ অগাস্ট ২০২৫, বুধবার
- / 44
পুবের কলম ওয়েবডেস্ক: পারফর্মিং আর্টস ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগলবন্দীতে এক অভিনব উদ্যোগ নিয়েছে চিন। সেদেশের প্রথম হিউম্যানয়েড রোবট ‘জুয়েবা ০১’ এবার নাটক ও সিনেমার উপর পিএইচডি করতে চলেছে। সাংহাই থিয়েটার অ্যাকাডেমিতে ডক্টরেট প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে ভর্তি হয়েছে রোবটটি।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২৭ জুলাই বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের মঞ্চে ‘জুয়েবা ০১’-এর ছাত্র হিসেবে তালিকাভুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। প্রায় ১.৭৫ মিটার লম্বা ও ৩০ কেজি ওজনের এই রোবটটি যৌথভাবে তৈরি করেছে সাংহাই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি ও ড্রয়েডআপ রোবোটিক্স। দেখতে যেন এক সাধারণ সুদর্শন যুবক ; সিলিকন দিয়ে বানানো বাস্তবসম্মত মুখ, চোখে চশমা, পরনে শার্ট আর ট্রাউজার। সাবলীল ম্যান্ডারিন ভাষায় কথা বলে, এমনকি মানুষের সঙ্গে শারীরিকভাবে যোগাযোগও করতে পারে সে।
জুয়েবা ০১-এর পড়াশোনার যাত্রা শুরু অ্যাথলেটিক্সের ময়দানে ; বিশ্বের প্রথম হিউম্যানয়েড হাফ ম্যারাথনে তৃতীয় হয়ে নজর কাড়ে সে। এবার তার নতুন লক্ষ্য: ঐতিহ্যবাহী চাইনিজ অপেরার উপর চার বছরের পিএইচডি সম্পন্ন করা, যা চিনের প্রাচীনতম ও মর্যাদাপূর্ণ পারফর্মিং আর্ট ফর্মগুলির একটি। সংবাদ সংস্থা সাংগুয়ান নিউজ জানাচ্ছে, রোবটটির জন্য একটি ভার্চুয়াল স্টুডেন্ট আইডি তৈরি করা হয়েছে এবং তার গবেষণার জন্য পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হয়েছেন খ্যাতনামা শিল্পী ও অধ্যাপক ইয়াং কিংকিং। যদিও কোর্স ফি প্রকাশ করা হয়নি।
অধ্যাপক ইয়াং জানিয়েছেন, জুয়েবা ০১ শুধু অভিনয়ই শিখবে না, শিখবে চিত্রনাট্য লেখা, সেট ডিজাইন, গতি ও ভাষার নিয়ন্ত্রণ ; অর্থাৎ শিল্প ও প্রযুক্তির সম্মিলনে এক পূর্ণাঙ্গ পাঠ। রোবটটি নিয়মিত ক্লাসে অংশ নেবে, সহপাঠী ডক্টরেটদের সঙ্গে অপেরা মহড়াও করবে এবং শেষপর্যন্ত একটি গবেষণাপত্র জমা দিয়ে কোর্স সম্পূর্ণ করবে বলে আশা করা হচ্ছে। চিনের এই পদক্ষেপ রোবটিক্স আর সৃজনশীলতার মেলবন্ধনে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিচ্ছে।