০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আদিবাসী দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মারুফা খাতুন
  • আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 60

পুবের কলম ওয়েবডেস্ক : ৯ আগস্ট আদিবাসী দিবস নামে খ্যাত। এই দিনটি আদিবাসীদের প্রত্যেকের কাছে খুবই উল্লেখযোগ্য একটি দিন। কয়েকদিন আগেই ঝাড়গ্রাম সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ ৭ই আগস্ট, আদিবাসী দিবসের আগেই তিনি ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী দিবসের সূচনা করলেন।

রাজ্যের এই অনবদ্য উদ্যোগে আগামী ৪ দিন ধরে আদিবাসী দিবস উপলক্ষে চলতে থাকবে উৎসব। এমনকি, এইদিনের অনুষ্ঠানে আদিবাসী নাচের ছন্দে পাও মেলাতে দেখা গেল ওনাকে। একেবারে ওদের সঙ্গে মিশে গিয়ে, নিজের মত করে আনন্দ উপভোগ করেছেন তিনি। এমনকি বাজিয়েছেন মাদলও। ওনার সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

আরও পড়ুন: এনআরসি নিয়ে বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : হিমন্ত বিশ্ব শর্মা

এরপরে তিনি মূলমঞ্চে উঠে ওনার বক্তব্য রাখেন। মঞ্চের পাশে থাকা সমস্ত স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। তারপর তিনি মূলমঞ্চ থেকে একাধিক বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন।

আরও পড়ুন: মোহনপুর ব্রিজ তৈরির আগে হবে মার্কেট কমপ্লেক্স, উচ্ছেদ নয়: আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রত্যেক বছরই খুব ঘটা করে ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। কার্যত আদিবাসীদের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বীকৃতি এবং সম্মান জানানোর জন্যই এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। ঠিক তারপরেই তিনি সরব হন, এনআরসি নিয়ে। একাধিক ইস্যুতে সরাসরি মঞ্চ থেকেই কেন্দ্রকে তিনি নিশানা করেন।

আরও পড়ুন: প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্তদের “বাংলার বাড়ি” প্রকল্পে বাড়ি বানিয়ে দেবে নবান্ন

জোর গলায় পরিষ্কারভাবে জানিয়ে দেন, কোনও পরিস্থিতিতেই এনআরসি তিনি হতে দেবেন না। নাম উল্লেখ না করেই আক্রমণ করেন মোদি-শাহকে। তিনি আরও বলেন, “যারা আইন তৈরি করেছেন, তাঁরা পারবেন নিজেদের জন্মের শংসাপত্র দেখাতে?”

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আদিবাসী দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : ৯ আগস্ট আদিবাসী দিবস নামে খ্যাত। এই দিনটি আদিবাসীদের প্রত্যেকের কাছে খুবই উল্লেখযোগ্য একটি দিন। কয়েকদিন আগেই ঝাড়গ্রাম সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অর্থাৎ ৭ই আগস্ট, আদিবাসী দিবসের আগেই তিনি ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী দিবসের সূচনা করলেন।

রাজ্যের এই অনবদ্য উদ্যোগে আগামী ৪ দিন ধরে আদিবাসী দিবস উপলক্ষে চলতে থাকবে উৎসব। এমনকি, এইদিনের অনুষ্ঠানে আদিবাসী নাচের ছন্দে পাও মেলাতে দেখা গেল ওনাকে। একেবারে ওদের সঙ্গে মিশে গিয়ে, নিজের মত করে আনন্দ উপভোগ করেছেন তিনি। এমনকি বাজিয়েছেন মাদলও। ওনার সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা।

আরও পড়ুন: এনআরসি নিয়ে বাঙালিদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় : হিমন্ত বিশ্ব শর্মা

এরপরে তিনি মূলমঞ্চে উঠে ওনার বক্তব্য রাখেন। মঞ্চের পাশে থাকা সমস্ত স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন। তারপর তিনি মূলমঞ্চ থেকে একাধিক বাসিন্দাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন।

আরও পড়ুন: মোহনপুর ব্রিজ তৈরির আগে হবে মার্কেট কমপ্লেক্স, উচ্ছেদ নয়: আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রত্যেক বছরই খুব ঘটা করে ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়। কার্যত আদিবাসীদের অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্যকে স্বীকৃতি এবং সম্মান জানানোর জন্যই এই দিনটি উদযাপন করা হয়ে থাকে। ঠিক তারপরেই তিনি সরব হন, এনআরসি নিয়ে। একাধিক ইস্যুতে সরাসরি মঞ্চ থেকেই কেন্দ্রকে তিনি নিশানা করেন।

আরও পড়ুন: প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্তদের “বাংলার বাড়ি” প্রকল্পে বাড়ি বানিয়ে দেবে নবান্ন

জোর গলায় পরিষ্কারভাবে জানিয়ে দেন, কোনও পরিস্থিতিতেই এনআরসি তিনি হতে দেবেন না। নাম উল্লেখ না করেই আক্রমণ করেন মোদি-শাহকে। তিনি আরও বলেন, “যারা আইন তৈরি করেছেন, তাঁরা পারবেন নিজেদের জন্মের শংসাপত্র দেখাতে?”