শীঘ্রই ভারতে আসবেন পুতিন

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 27
পুবের কলম, ওয়েবডেস্ক : আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহেই বড় খবর। এবার দেশে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি মাসে ভারত সফরে আসতে পারেন তিনি বলেই খবর। বর্তমানে রাশিয়াতে রয়েছেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মস্কো থেকেই এই তথ্য নিশ্চিত করেছেন ডোভাল। তবে নির্দিষ্ট কোনও তারিখের কথা উল্লেখ করেননি তিনি।
চূড়ান্ত দিনক্ষণ নিয়ে আলোচনা চলছে দুই দেশের মধ্যে। বলা বাহুল্য, রাশিয়া থেকে তেল কেনায় ভারতকে ‘শুল্ক-শাস্তি’ দিয়েছে আমেরিকা। ভারতের উপর ৫০% শুল্কও বৃদ্ধি করেছেন ট্রাম্প। শুল্ক-শাস্তির ঘটনায় সাফাই গেয়ে ট্র্যাম্প জানিয়েছেন , রাশিয়া থেকে তেল কিনে ভারত একেবারে বন্ধুত্বসুলভ আচরণ করে নি। ভারত কেবল রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল কিনছে না, বরং কেনা তেলের একটি বড় অংশ খোলা বাজারে বিক্রি করে বিপুল মুনাফাও করছে।
রাশিয়া ইউক্রেনে কত লোককে হত্যা করছে তার পরোয়া করে না ভারত। এর পরিপ্রেক্ষিতে, আমি ভারতের উপর শুল্ক বাড়াতে যাচ্ছি।’ এরপর বুধবার, ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত ২৫%শুল্ক আরোপের ঘোষণা করেন। যার ফলে মোট শুল্ক ৫০% এ পৌঁছেছে। এর আগেও দেশটি ভারতের ওপর ২৫% শুল্ক আরোপ করেছিলেন। জানা গেছে, ট্রাম্পের আদেশ জারির ২১ দিন পর ভারতের উপর এই ৫০% শুল্ক কার্যকর হবে। এদিকে পুতিনের এই সফর দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ । কারণ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণার জন্য রাশিয়ার উপর লাগাতার চাপসৃষ্টি করে চলেছেন ট্রাম্প। কিন্তু পুতিনকে বাগে আনতে না পেরে তিনি এখন ভারতের উপর চাপসৃষ্টি করছেন বলে মত কূটনীতিকদের একাংশের।