ডলফিন দেখতে ভিড় জমাচ্ছে এলাকার মানুষ
জামালপুরে দামোদর নদে মৎস্যজীবীদের জালে উঠল ডলফিন

- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 23
পুবের কলম ওয়েবডেস্ক : এর আগে আমরা দেখেছি দামোদর নদ থেকে পাওয়া গিয়েছিল ইলিশ মাছ। যাকে কেন্দ্র করে উৎসাহিত হয়েছিল স্থানীয় মানুষেরা।
তবে এবার আর ইলিশ নয় মৎস্যজীবীদের জালে উঠে এলো জ্যান্ত ডলফিন। যা দেখতে ভিড় জমাচ্ছেন প্রচুর উৎসুক জনতা। পূর্ব বর্ধমানের জামালপুরের সাদিপুর এলাকায় দামোদর নদের ঘটনা। প্রতিদিনের মতো মাছ ধরার জন্য জাল ফেলেছিল ছেলেরা। সেই মাছ ধরার জালে একটি ডলফিন আটকা পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেরা যখন মাছ ধরার জন্য জাল ফেলেছিল, তখন সেই জালে ডলফিনটি আটকে যায়। খবর পেয়ে বন দফতর ও মৎস্য দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ডলফিনটিকে উদ্ধার করে।
প্রাথমিক চিকিৎসার পর ডলফিনটিকে আবার দামোদর নদে ছেড়ে দেওয়া হয়েছে।সমুদ্রে সচরাচর দেখা যায় ডলফিনদের। কিন্তু দামোদর নদে ডলফিন দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষেরা।