০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
কানাডায় কপিল শর্মার ক্যাফেতে ফের গুলি! দায় স্বীকার খালিস্তানি গ্যাংস্টারের

আফিয়া নৌশিন
- আপডেট : ৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্ক: জনপ্রিয় ভারতীয় কৌতুকশিল্পী কপিল শর্মার মালিকানাধীন ‘Caps Cafe’ ফের সন্ত্রাসবাদীদের নিশানায়। এক মাসের মধ্যে দ্বিতীয়বার এই ক্যাফেতে গুলিচালনার ঘটনা ঘটল। এবার হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত খালিস্তানি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ।
এর আগে, ২০২৫ সালের ৯ জুলাই গভীর রাতে, একই ক্যাফেতে গুলিচালনার ঘটনা ঘটে। সেই হামলার দায় নিয়েছিল নিষিদ্ধ খালিস্তানি সংগঠন ‘বাব্বর খালসা ইন্টারন্যাশনাল’-এর সদস্য হরজিৎ সিং লাড্ডি।
এই দু’টি ঘটনার মধ্যে মিল থাকায় নিরাপত্তা বাহিনীর ধারণা, কপিল শর্মার ক্যাফে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হয়ে উঠছে। তদন্তে উঠে এসেছে খালিস্তানি সংগঠনগুলোর সক্রিয়তা ও তাদের অর্থ তোলার চেষ্টার সম্ভাবনা।