জয়নগরে ভূমি রাজস্ব দফতরের এক কর্মীর ঘুষ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

- আপডেট : ৮ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 29
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমস্ত দফতরে কাজের স্বচ্ছতা আনার চেষ্টা করছেন ঠিক তখনই বিভিন্ন ব্লকে ভূমি রাজস্ব দফতরের কাজ নিয়ে সাধারন মানুষের একাধিক অভিযোগ। দিনের পর দিন এই দফতরে ঘুরে ঘুরে জমি সমস্যা মেটাতে পারছে না।ফাইলের ওপর ফাইল জমে থাকছে। কাজের কাজ কিছু হচ্ছে না।
অথচ কিছু মানুষ ঘুষের বিনিময়ে কাজ করিয়ে নিয়ে চলেছে একের পর এক জমির সমস্যা।আর এবার ভূমি রাজস্ব দফতরের এক কর্মীর জমি সংক্রান্ত কাজে ৫০০ টাকা ঘুষ নেওয়ার ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। ভাইরাল ভিডিওতে দেখা যায় জয়নগর এক নং ভূমি রাজস্ব দফতরের বহড়ু অফিসে ডিউটিরত নীলরতন মন্ডল নামে এক কর্মী জমি সংক্রান্ত কাজে ৫০০ টাকা ঘুস নিয়ে পকেটস্বস্ত করার।
আর সেই ভিডিও প্রকাশ্যে চলে আসায় নিন্দার ঝড় উঠেছে সোস্যাল মাধ্যমে। তবে এব্যাপারে তার বিরুদ্ধে চক্রান্ত করার অভিযোগ তুলেছেন ঐ কর্মী।আর এ ব্যাপারে জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ শুকুর আলি মোল্লা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে ভূমি রাজস্ব দফতরে ভালো কাজ হচ্ছে। তার পরেও যদি কোনো কর্মীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে তা তদন্ত করে দেখা হচ্ছে।
সিপিআইএম নেতা অপূর্ব প্রামানিক ও বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সম্পাদক অলোক হালদার এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা করে বলেন, এই সরকারের এ ছাড়া আর কি ভালো কাজ করবে। আর এব্যাপারে জয়নগর এক নম্বর ব্লক ভূমি রাজস্ব আধিকারিক অনুপম চক্রবর্তী বিষয়টির সততা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলেন।