০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্বাধীনতায় মুসলিম অবদান প্রচারে নামছেন ভোপালের বিধায়ক মাসুদ

ইমামা খাতুন
  • আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার
  • / 23

পুবের কলম,ওয়েবডেস্ক : আর ৬ দিন বাদেই ৭৯ তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে ভোপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিম ধর্মীয় নেতাদের যে অসামান্য অবদান ছিল তা তুলে ধরতে মহতী উদ্যোগ নিয়েছেন। মাসুদের আক্ষেপ, দেশ স্বাধীনতা সংগ্রামে মুসলিম ধর্মীয় নেতাদের ভূমিকা মনে রাখেনি। পরিণামে দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে।এদিন সাংবাদিক সম্মেলনে মাসুদ বলেন, আমরা ভুলে গিয়েছি যে মুসলিম নেতারা স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

আরও পড়ুন: স্বাধীনতা পর ভারতের ১০ অন্যতম মুসলিম নেতার নাম

আজ সারা দেশে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হয়েছে এবং তা ছড়িয়ে পড়ছে। ভালোবাসা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে এর মোকাবিলা করতে হবে বলে মনে করেন মাসুদ। তাই ১২ আগস্ট থেকে তিনি ভোপাল জুড়ে ছোট ছোট ছেলেমেয়ে এবং ছাত্রছাত্রীদের কাছে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে মুসলিম নেতাদের অবদানের কথা প্রচার করবেন। মাসুদ বলছেন, ইতিহাসের বইতেও সব কথা স্থান পায়নি। যেটুকু পেয়েছিল তাও তো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সকলকে বোঝাতে হবে যে, স্বাধীনতা সব ধর্মের মানুষের মিলিত সংগ্রামের মধ্য দিয়েই এসেছে।

আরও পড়ুন: কুচকাওয়াজের মহড়া উপলক্ষ্যে বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা, জানাল পুলিশ

মাসুদকে প্রশ্ন করা হয়, এবার কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী প্রচার করছে যে মুসলিমদের কেউ যেন রাখি না পরায়, তার জবাবে তিনি বলেন, দেখুন অতীতেও কিছু লোক ঘৃণার রাজনীতি করেছে, এখনও করছে। এতে আমল দিয়ে লাভ নেই। মানুষ ভালোবাসা দিয়ে এবারও রাখি উৎসব পালন করবে।

আরও পড়ুন: স্বাধীনতার পর এ পর্যন্ত মাত্র ১৮ মুসলিম মহিলা লোকসভায়!

 

আমায় তো বোনেরা রাখি পরিয়েছে। মুসলিমদের দেশপ্রেম নিয়েই যখন প্রশ্ন তোলা হচ্ছে সেই জটিল পরিস্থিতিতে মাসুদের এই প্রচার দস্তুরমতো তাৎপর্যপূর্ণ। ভোপালের মানুষজন মাসুদের উদ্যোগে খুশি। স্থানীয় স্কুল শিক্ষিকা ফতিমা খান বলছেন, সত্যিই তো, শিশুদের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরা দরকার। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের সবার কথা জানাতে হবে, কয়েকজনের কথা নয়।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বাধীনতায় মুসলিম অবদান প্রচারে নামছেন ভোপালের বিধায়ক মাসুদ

আপডেট : ৯ অগাস্ট ২০২৫, শনিবার

পুবের কলম,ওয়েবডেস্ক : আর ৬ দিন বাদেই ৭৯ তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে ভোপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ দেশের স্বাধীনতা সংগ্রামে মুসলিম ধর্মীয় নেতাদের যে অসামান্য অবদান ছিল তা তুলে ধরতে মহতী উদ্যোগ নিয়েছেন। মাসুদের আক্ষেপ, দেশ স্বাধীনতা সংগ্রামে মুসলিম ধর্মীয় নেতাদের ভূমিকা মনে রাখেনি। পরিণামে দুই সম্প্রদায়ের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে।এদিন সাংবাদিক সম্মেলনে মাসুদ বলেন, আমরা ভুলে গিয়েছি যে মুসলিম নেতারা স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

আরও পড়ুন: স্বাধীনতা পর ভারতের ১০ অন্যতম মুসলিম নেতার নাম

আজ সারা দেশে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হয়েছে এবং তা ছড়িয়ে পড়ছে। ভালোবাসা এবং ঐক্যের বার্তা ছড়িয়ে এর মোকাবিলা করতে হবে বলে মনে করেন মাসুদ। তাই ১২ আগস্ট থেকে তিনি ভোপাল জুড়ে ছোট ছোট ছেলেমেয়ে এবং ছাত্রছাত্রীদের কাছে ব্রিটিশ বিরোধী লড়াইয়ে মুসলিম নেতাদের অবদানের কথা প্রচার করবেন। মাসুদ বলছেন, ইতিহাসের বইতেও সব কথা স্থান পায়নি। যেটুকু পেয়েছিল তাও তো বাদ দিয়ে দেওয়া হচ্ছে। সকলকে বোঝাতে হবে যে, স্বাধীনতা সব ধর্মের মানুষের মিলিত সংগ্রামের মধ্য দিয়েই এসেছে।

আরও পড়ুন: কুচকাওয়াজের মহড়া উপলক্ষ্যে বন্ধ থাকবে শহরের বেশ কিছু রাস্তা, জানাল পুলিশ

মাসুদকে প্রশ্ন করা হয়, এবার কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী প্রচার করছে যে মুসলিমদের কেউ যেন রাখি না পরায়, তার জবাবে তিনি বলেন, দেখুন অতীতেও কিছু লোক ঘৃণার রাজনীতি করেছে, এখনও করছে। এতে আমল দিয়ে লাভ নেই। মানুষ ভালোবাসা দিয়ে এবারও রাখি উৎসব পালন করবে।

আরও পড়ুন: স্বাধীনতার পর এ পর্যন্ত মাত্র ১৮ মুসলিম মহিলা লোকসভায়!

 

আমায় তো বোনেরা রাখি পরিয়েছে। মুসলিমদের দেশপ্রেম নিয়েই যখন প্রশ্ন তোলা হচ্ছে সেই জটিল পরিস্থিতিতে মাসুদের এই প্রচার দস্তুরমতো তাৎপর্যপূর্ণ। ভোপালের মানুষজন মাসুদের উদ্যোগে খুশি। স্থানীয় স্কুল শিক্ষিকা ফতিমা খান বলছেন, সত্যিই তো, শিশুদের কাছে প্রকৃত ইতিহাস তুলে ধরা দরকার। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের সবার কথা জানাতে হবে, কয়েকজনের কথা নয়।