অসুস্থ মহুয়া, দিল্লিতে আটক রাহুল-প্রিয়াঙ্কা-খাড়গে

- আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
- / 53
পুবের কলম,ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরোধিতা করে সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও কর্মসূচি নিয়েছে এনডিএ বিরোধী দলগুলি। তা নিয়ে উত্তাল দিল্লি। একাধিক সাংসদকে আটক করে তোলা হয়েছে বাসে। তাঁদের মধ্যে রয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধি, মহুয়া মৈত্র-সহ আরও অনেকে। এই প্রেক্ষিতে দিল্লি পুলিশ জানিয়েছে, এ মিছিলের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি নেওয়া হয়নি।
বলা বাহুল্য, বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র দিল্লি। এদিন তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, আরামবাগের সাংসদ মিতালি বাগ।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (SIR) নামে ‘ভোটচুরি’র প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। এদিনের মিছিলে অংশ নেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও শরদ পাওয়ারসহ ইন্ডিয়া জোটের নেতারা। লোকসভা ও রাজ্যসভার বিরোধী এমপিরাও মিছিলে যোগ দেন।