আমরা পরমাণু শক্তিধর দেশের বাসিন্দা: মুনির
‘অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবো’, হুঁশিয়ারি আসিম মুনিরের

- আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
- / 45
পুবের কলম,ওয়েবডেস্ক: এবার আমেরিকায় দাঁড়িয়ে পরমাণু হুঁশিয়ারি দিলেন পাক সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে মাত্র দুই মাসের মধ্যে দ্বিতীয়বার আমেরিকা সফরে গেছেন তিনি। ট্র্যাম্প আমন্ত্রিত এক নৈশভোজে যোগ দিতেই সে দেশে পা রাখেন মুনির। সেখানেই সরাসরি এমনটাই মন্তব্য করেন তিনি।
বলেন, ‘আমাদের দেশ পারমাণবিক শক্তিধর। যদি মনে করি আমরা ধ্বংস হয়ে যেতে চলেছি, সেক্ষেত্রে আমরা অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেবো।’ শুধু তাই নয়, পাক সেনাপ্রধান আরও বলেন, ভারতের দিকে ছোড়ার জন্য মিসাইলের অভাব নেই পাকিস্তানের। এদিকে মুনিরের হুমকির কথা সামনে আসতেই তাই তোলপাড় পড়ে গিয়েছে।
এদিন সিন্ধুজলচুক্তি নিয়েও কড়া মন্তব্য করেছেন আসিম মুনির। দাবি, ভারত সিন্ধুজল চুক্তি বন্ধ করে দিয়েছে। আর এই কারণে পাকিস্তানের আড়াই কোটি মানুষ অনাহারে মৃত্যু হতে পারে। আর তা যদি সত্যি বাস্তবায়িত হয়, ভারত যদি ওখানে বাঁধ তৈরি করে, তাহলে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে তা ধ্বংস করে দেবে! বাঁধ নির্মাণ শেষ হলেই আমরা ১০টি মিসাইল ছুড়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। মুনিরের দাবি, সিন্ধু নদীর উপর ভারতের কোনও ব্যক্তিগত মালিকানা নেই।
প্রসঙ্গত, এর আগে ১৮ জুন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন মুনিরকে। ওই সফরের সময়েই মুনির নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম সুপারিশ করেছিলেন।
#WATCH | During an address at IIT Madras, Chief of Army Staff (COAS) General Upendra Dwivedi says, “…If you ask a Pakistani whether you lost or won, he’d say my chief has become a field marshal. We must have won only, that’s why he’s become a field marshal…” (09.08)
(Source:… pic.twitter.com/G81nCSY9dh
— ANI (@ANI) August 9, 2025