সংসদে সংশোধিত আয়কর বিল পেশ অর্থমন্ত্রীর

- আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
- / 39
পুবের কলম,ওয়েবডেস্ক: সংসদে সংশোধিত আয়কর বিল পেশ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের। নতুন আয়কর বিল পাস হয়ে যাওয়ার পর এই দিনের জন্য মুলতবি রাখা হয় লোকসভা । “সিলেক্ট কমিটির প্রায় সমস্ত সুপারিশ” অন্তর্ভুক্ত করার পর সীতারমন লোকসভায় পরিবর্তিত আয়কর বিলটি উত্থাপন করেন।
বলা বাহুল্য, গত সপ্তাহেই পুরনো খসড়া প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার। এরপর এই নতুন বিল পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
The income tax bill was rewritten and re-presented in Parliament today.
Nobody has had the chance to read it fully. It was passed in the LS within minutes.
This is the most important economic law in the country. https://t.co/74821dKDRF
— menaka doshi (@menakadoshi) August 11, 2025