১১ অগাস্ট ২০২৫, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাট কুমার: এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন বিহারে

ইমামা খাতুন
  • আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 21

পুবের কলম,ওয়েবডেস্ক: কুকুর, কাকের পর এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারে। আবেদনকারীর নাম ‘ক্যাট কুমার’। বাবার নাম ‘ক্যাটি বস’ এবং মায়ের নাম ‘ক্যাটিয়া দেবী’। বিহারের রোহতাসে এমন কাণ্ড ঘটেছে। আবেদন পত্রে বিড়ালের ছবি ব্যবহার করা হয়েছে। প্রথমে ডগ বাবু, তার পরে সোনালিকা ট্র্যাক্টর এবং ডোনাল্ড ট্রাম্প। বাদ পড়েনি হিন্দু দেব-দেবীদের নামও।

ক্যাট কুমার: এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন বিহারে

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা বিতর্ক: নোটিস ছাড়া নাম বাদ নয় – আশ্বাস নির্বাচন কমিশনের

 

আরও পড়ুন: বিহার: ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন

একের পর এক এহেন অদ্ভুত নামে স্থায়ী বসবাসের শংসাপত্র (রেসিডেন্সিয়াল সার্টিফিকেট) চেয়ে আবেদন জমা পড়ছে বিহারে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের হাসির রোল পড়ে যায় নেটপাড়ায়। অন্যদিকে পুরো ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ প্রশাসন।

আরও পড়ুন: ‘ডগবাবুর পর কাউয়া’, বিহারে আবাসিক শংসাপত্র পেতে আবেদন কাকের

 

ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব কৌশল প্যাটেলকে নির্দেশ দিয়েছেন নাসরিগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধে দেওয়ার অভিযোগ আছে। গ্রেফতার করা হলে তাদের বিরুদ্ধে আরও একাধিক ধারায় মামলা রুজু করা হবে। এমনকী তাদের গ্রেফতারও করার সম্ভাবনা রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যাট কুমার: এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন বিহারে

আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: কুকুর, কাকের পর এবার বিড়ালের নামে বাসিন্দা শংসাপত্রের আবেদন করা হল বিহারে। আবেদনকারীর নাম ‘ক্যাট কুমার’। বাবার নাম ‘ক্যাটি বস’ এবং মায়ের নাম ‘ক্যাটিয়া দেবী’। বিহারের রোহতাসে এমন কাণ্ড ঘটেছে। আবেদন পত্রে বিড়ালের ছবি ব্যবহার করা হয়েছে। প্রথমে ডগ বাবু, তার পরে সোনালিকা ট্র্যাক্টর এবং ডোনাল্ড ট্রাম্প। বাদ পড়েনি হিন্দু দেব-দেবীদের নামও।

ক্যাট কুমার: এবার বিড়ালের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের আবেদন বিহারে

আরও পড়ুন: বিহারে ভোটার তালিকা বিতর্ক: নোটিস ছাড়া নাম বাদ নয় – আশ্বাস নির্বাচন কমিশনের

 

আরও পড়ুন: বিহার: ডোনাল্ড ট্রাম্পের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চেয়ে আবেদন

একের পর এক এহেন অদ্ভুত নামে স্থায়ী বসবাসের শংসাপত্র (রেসিডেন্সিয়াল সার্টিফিকেট) চেয়ে আবেদন জমা পড়ছে বিহারে। এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের হাসির রোল পড়ে যায় নেটপাড়ায়। অন্যদিকে পুরো ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ প্রশাসন।

আরও পড়ুন: ‘ডগবাবুর পর কাউয়া’, বিহারে আবাসিক শংসাপত্র পেতে আবেদন কাকের

 

ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। রোহতাসের জেলা ম্যাজিস্ট্রেট উদিতা সিং রাজস্ব কৌশল প্যাটেলকে নির্দেশ দিয়েছেন নাসরিগঞ্জ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধে দেওয়ার অভিযোগ আছে। গ্রেফতার করা হলে তাদের বিরুদ্ধে আরও একাধিক ধারায় মামলা রুজু করা হবে। এমনকী তাদের গ্রেফতারও করার সম্ভাবনা রয়েছে।