১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

SIR নিয়ে সংসদের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের

মারুফা খাতুন
  • আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
  • / 40

পুবের কলম ওয়েবডেস্ক : গত সোমবার বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশন অভিযান করা হয়েছিল। আর ঠিক তার পরের দিনই ফের সংসদ চত্বরে ধর্নায় বসল ইন্ডিয়া জোটের সাংসদরা। ভোট চুরি এবং বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তীব্র বিরোধিতায় এদিন বিক্ষোভে শামিল হন তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের নেতারা। কার্যতই স্লোগানে শোরগোল পড়ে সংসদ এলাকায়।

এই বিক্ষোভে সবথেকে বেশি নজর কেড়েছে কংগ্রেস সাংসদদের পরা একটি বিশেষধরণের টি-শার্ট। সেই টি-শার্টের সামনে আঁকা এক মহিলার মুখ এবং নিচে লেখা-‘মিনতা দেবী’। ঠিক তারই পেছনে লেখা-‘১২৪ নট আউট।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে, কে এই মিনতা দেবী?

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভোট জালিয়াতির অভিযোগে রাহুল গান্ধী যে কয়েকটি উদাহরণ তুলে ধরেছিলেন, তারই একটি হল এই মিনতা দেবীর ঘটনা। বিহারের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তিনি প্রথমবারের মতো ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। কিন্তু সেখানে বয়স দেখানো হয়েছে ১২৪ বছর, যা বিশ্বের সবথেকে প্রবীণতম ব্যক্তি ১১৫ বছরের ইথেল ক্যাথেরহ্যামের থেকেও ৯ বছর বেশি।

আর এই গরমিল নিয়েই কংগ্রেস আক্রমণ শানায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর সংবাদমাধ্যমে জানিয়েছেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজীব জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ECI এখন বিজেপির পরিচালিত অফিসে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, মিনতা দেবী প্রথমবার ভোট দিচ্ছেন, অথচ বয়স ১২৪ বছর! এই বিষয়টি সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।”

কংগ্রেসের দাবি, বিহারের খসড়া ভোটার তালিকা পুরোপুরি জাল ভোটারে ভরা। তারই প্রতিবাদ স্বরূপ এই প্রতীকী টি-শার্ট পরে ধর্নায় বসেন সাংসদরা। মঙ্গলবারের বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ডিএমকের টিআর বালু, এনসিপি (এসপি)-র সুপ্রিয়া সুলে সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SIR নিয়ে সংসদের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের

আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : গত সোমবার বিরোধীদের পক্ষ থেকে নির্বাচন কমিশন অভিযান করা হয়েছিল। আর ঠিক তার পরের দিনই ফের সংসদ চত্বরে ধর্নায় বসল ইন্ডিয়া জোটের সাংসদরা। ভোট চুরি এবং বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার তীব্র বিরোধিতায় এদিন বিক্ষোভে শামিল হন তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ ইন্ডিয়া জোটের নেতারা। কার্যতই স্লোগানে শোরগোল পড়ে সংসদ এলাকায়।

এই বিক্ষোভে সবথেকে বেশি নজর কেড়েছে কংগ্রেস সাংসদদের পরা একটি বিশেষধরণের টি-শার্ট। সেই টি-শার্টের সামনে আঁকা এক মহিলার মুখ এবং নিচে লেখা-‘মিনতা দেবী’। ঠিক তারই পেছনে লেখা-‘১২৪ নট আউট।’ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে, কে এই মিনতা দেবী?

কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ভোট জালিয়াতির অভিযোগে রাহুল গান্ধী যে কয়েকটি উদাহরণ তুলে ধরেছিলেন, তারই একটি হল এই মিনতা দেবীর ঘটনা। বিহারের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তিনি প্রথমবারের মতো ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। কিন্তু সেখানে বয়স দেখানো হয়েছে ১২৪ বছর, যা বিশ্বের সবথেকে প্রবীণতম ব্যক্তি ১১৫ বছরের ইথেল ক্যাথেরহ্যামের থেকেও ৯ বছর বেশি।

আর এই গরমিল নিয়েই কংগ্রেস আক্রমণ শানায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর সংবাদমাধ্যমে জানিয়েছেন, “নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজীব জ্ঞানেশ কুমারের নেতৃত্বে ECI এখন বিজেপির পরিচালিত অফিসে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ, মিনতা দেবী প্রথমবার ভোট দিচ্ছেন, অথচ বয়স ১২৪ বছর! এই বিষয়টি সংসদে আলোচনা হওয়া প্রয়োজন।”

কংগ্রেসের দাবি, বিহারের খসড়া ভোটার তালিকা পুরোপুরি জাল ভোটারে ভরা। তারই প্রতিবাদ স্বরূপ এই প্রতীকী টি-শার্ট পরে ধর্নায় বসেন সাংসদরা। মঙ্গলবারের বিক্ষোভে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সনিয়া গান্ধী, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, ডিএমকের টিআর বালু, এনসিপি (এসপি)-র সুপ্রিয়া সুলে সহ ইন্ডিয়া জোটের শীর্ষ নেতারা।