অনুপ্রবেশ রুখতে সুন্দরবন সীমান্তে পুলিশের নাকাচেকিং

- আপডেট : ১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার
- / 45
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং : শুক্রবার স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের আগেই নিরাপত্তা জোরদার করলো রেলপুলিশ।মঙ্গলবার থেকে ক্যানিং সহ বিভিন্ন ষ্টেশন এলাকায় শুরু হল নাকাচেকিং। উল্লেখ্য শিয়ালদহ দক্ষিণ শাখার প্রান্তিক ষ্টেশন ক্যানিং।
ক্যানিং ষ্টেশন দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার নিত্যযাত্রী যাতায়াত করেন। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশী ধরা পড়েছে। বিশেষ করে ক্যানিং এবং সুন্দরবন কোষ্টাল থানা এলাকা তার অন্যতম। ক্যানিং থেকে নদীপথে বাংলাদেশের দুরত্ব খুবই কম।
সুন্দরবন সংলগ্ন এলাকায় সীমান্ত। যাতে করে কোন প্রকার নাশকতা না হয় এবং বাংলাদেশীরা ষ্টেশন এলাকায় অনুপ্রবেশ করতে না পারে তার জন্য স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা জোরদার করলো ক্যানিং ষ্টেশনে কর্তব্যরত রেলপুলিশ।এছাড়াও দুষ্কৃতিরা যাতে নাশকতার মূলক কাজকর্ম করতে না পারে এবং ষ্টেশন এলাকা নিরাপদে থাকে সেই কারণে নাকা চেকিং শুরু করলো রেল পুলিশ।
ষ্টেশন চত্বরে এমনকি ট্রেনের মধ্যেও এমন নাকাচেকিং করা হয় রেলপুলিশের তরফে। এমন নাকা চেকিংয়ে খুশি সাধারণ রেলযাত্রীরা। রেলপুলিশ সুত্রে জানা গিয়েছে, ষ্টেশন এলাকা এবং যাত্রীদের সুরক্ষার জন্য এমন নাকা চেকিং শুরু হয়েছে ক্যানিং, তালদি, ঘুঁটিয়ারীশরীফ, চম্পাহাটী সহ অন্যান্য ষ্টেশনে।