কুস্তিগীর সুশীল কুমারের জামিন বাতিল করা হল

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 26
পুবের কলম ওয়েবডেস্ক : খুনের মামলায় আবারও নতুন করে অস্বস্তিতে পড়লেন ভারতীয় অলিম্পিকের জোড়া পদকজয়ী কুস্তিগির সুশীল কুমার। বুধবার সুপ্রিম কোর্ট তাঁর জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে তাঁকে। ২০২১ সালের ৪ মে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন জুনিয়র কুস্তিগির সাগর ধনকড় খুনের অভিযোগ ওঠে সুশীল কুমারের বিরুদ্ধে।
এই ঘটনার ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়ে যায়। অন্যান্য অভিযুক্তদের দাবি, সুশীলের নির্দেশেই মারধর করা হয়েছিল। তদন্তে সুশীল স্বীকার করেছিলেন, সাগরকে তিনি উচিৎ শিক্ষা দিতে চেয়েছিলেন। কিন্তু খুনের কেনোরূপ উদ্দেশ্য ছিল না। এই ঘটনার পর দীর্ঘ সময় পলাতক ছিলেন তিনি।
আর তারপর তাঁকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। প্রথমে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং পরে জেল হেফাজতে রাখা হয় তাঁকে। ২০২২ সালের অক্টোবরে খুনের মামলায় সুশীল-সহ মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। নিহত সাগরের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছিল, সুশীলের মৃত্যুদণ্ড হওয়া উচিত।
প্রায় সাড়ে তিন বছর জেলে থাকার পর, গত মার্চে দিল্লি হাই কোর্ট ৫০ হাজার টাকার বন্ডে তাঁকে জামিন দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট, বুধবার সেই জামিন বাতিল করে দিয়েছে, ফলে আবারও জেলে ফেরার দিকে ভারতের অন্যতম সফল ক্রীড়াবিদ।