১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এশিয়া কাপে নেই যশস্বী, সাই, রাহুল

মারুফা খাতুন
  • আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্ক : ইংল্যান্ডের মাটিতে ভালো পারফরম্যান্স সত্ত্বেও শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে যশস্বী জয়সওয়াল সুযোগ পাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কয়েক দিনের মধ্যেই এশিয়া কাপের দল নির্বাচন করবে বিসিসিআই। কিন্তু যশস্বী সেই দলে সুযোগ পাবেন কি না তার কোনও নিশ্চয়তা নেই।

শোনা যাচ্ছে হয়তো এশিয়া কাপের দলে নাও থাকতে পারেন ভারতের এই ওপেনিং ব্যাটার। শুধু যশস্বী নন, আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ নাও পেতে পারেন সাই সুদর্শন ও লোকেশ রাহুল। বিসিসিআইয়ের এক সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তবে দীর্ঘ সময় পরে ভারতীয় দলে ফিরতে চলেছেন সঞ্জু স্যামসন। গত কয়েক মাসে তাঁর পারফরম্যান্সে খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ঋষভ পন্থের সুস্থ হতে অনেকটা সময় লেগে যাবে। তাই তাঁকে এশিয়া কাপে না রাখার সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড।

আরও পড়ুন: ভারত থেকে সরছে এশিয়া কাপ, নতুন আয়োজক আমিরশাহী!

পন্থের বদলে ভারতের এক নম্বর উইকেট কিপার হিসেবে আসার সমূহ সম্ভাবনা রয়েছে ধ্রুব জুরেলের। জীতেশ শর্মাও এশিয়া কাপের দলে ফিরতে পারেন। নীতীশ রেড্ডির দলে থাকা না থাকা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। চোট কাটিয়ে তিনি যদি ফিট হয়ে উঠতে পারেন, তবেই তিনি এশিয়া কাপে ভারতীয় দলে থাকতে পারেন।

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনায় অনিশ্চিত এশিয়া কাপ আয়োজন

যদি তিনি খেলতে না পারেন, তাহলে তাঁর জায়গায় আসতে পারেন শিবম দুবে। এই দলে অবশ্য নিশ্চিতভাবে জায়গা পেতে চলেছেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। প্রসিধ কৃষ্ণা ও হর্ষিত রানার মধ্যে কোনও একজনকে এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা দেওয়া হতে পারে।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: বিসিসিআই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এশিয়া কাপে নেই যশস্বী, সাই, রাহুল

আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : ইংল্যান্ডের মাটিতে ভালো পারফরম্যান্স সত্ত্বেও শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে যশস্বী জয়সওয়াল সুযোগ পাবেন কি না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কয়েক দিনের মধ্যেই এশিয়া কাপের দল নির্বাচন করবে বিসিসিআই। কিন্তু যশস্বী সেই দলে সুযোগ পাবেন কি না তার কোনও নিশ্চয়তা নেই।

শোনা যাচ্ছে হয়তো এশিয়া কাপের দলে নাও থাকতে পারেন ভারতের এই ওপেনিং ব্যাটার। শুধু যশস্বী নন, আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলে সুযোগ নাও পেতে পারেন সাই সুদর্শন ও লোকেশ রাহুল। বিসিসিআইয়ের এক সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। তবে দীর্ঘ সময় পরে ভারতীয় দলে ফিরতে চলেছেন সঞ্জু স্যামসন। গত কয়েক মাসে তাঁর পারফরম্যান্সে খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ঋষভ পন্থের সুস্থ হতে অনেকটা সময় লেগে যাবে। তাই তাঁকে এশিয়া কাপে না রাখার সিদ্ধান্ত নিতে চলেছে বোর্ড।

আরও পড়ুন: ভারত থেকে সরছে এশিয়া কাপ, নতুন আয়োজক আমিরশাহী!

পন্থের বদলে ভারতের এক নম্বর উইকেট কিপার হিসেবে আসার সমূহ সম্ভাবনা রয়েছে ধ্রুব জুরেলের। জীতেশ শর্মাও এশিয়া কাপের দলে ফিরতে পারেন। নীতীশ রেড্ডির দলে থাকা না থাকা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। চোট কাটিয়ে তিনি যদি ফিট হয়ে উঠতে পারেন, তবেই তিনি এশিয়া কাপে ভারতীয় দলে থাকতে পারেন।

আরও পড়ুন: ভারত-পাক উত্তেজনায় অনিশ্চিত এশিয়া কাপ আয়োজন

যদি তিনি খেলতে না পারেন, তাহলে তাঁর জায়গায় আসতে পারেন শিবম দুবে। এই দলে অবশ্য নিশ্চিতভাবে জায়গা পেতে চলেছেন জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং। প্রসিধ কৃষ্ণা ও হর্ষিত রানার মধ্যে কোনও একজনকে এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা দেওয়া হতে পারে।

আরও পড়ুন: এশিয়া কাপ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি: বিসিসিআই