২০৩০ সালে কমনওয়েথ গেমস আয়োজনের আবেদন ভারতের

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 32
পুবের কলম ওয়েবডেস্ক : ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজন করার আবেদন করল ভারত। গেমস আয়োজনের জন্য আহমদাবাদ শহরকে বেছে নেওয়া হয়েছে। এর সব খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার।
ভারত এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস আয়োজন করেছে, সেটা ২০১০ সালে। অর্থাৎ এ বার দায়িত্ব পেলে ২০ বছর পর গেমস আয়োজন করবে ভারত। চলতি বছরের নভেম্বর মাসে আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে।
প্রস্তাব পেশ করার পরে এ বার গেমস আয়োজনের জন্য পুরোদমে প্রস্তুতি শুরু করে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের অলিম্পিক্স কমিটির যুগ্ম সচিব কল্যাণ চৌবে। ২০৩০-এর গেমস আয়োজনের জন্য আবেদন করেছে কানাডা এবং নাইজেরিয়াও। তবে কানাডা আবার ইতিমধ্যেই নাম প্রত্যাহারও করে নিয়েছে। শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকাও গেমস আয়োজনের জন্য নিজেদের নাম পেশ করতে চলেছে।
যদি ভারত গেমস আয়োজনের দায়িত্ব পায়, তাহলে গেমসে সেই সব খেলাধুলাকে অর্ন্তভুক্ত করা হবে, যেগুলিতে ভারতের পদক জয়ের সম্ভবনা বেশি রয়েছে, এমনটাই জানিয়েছেন কর্মসমিতির সদস্য রোহিত রাজপাল। অর্থাৎ ভারতের তরফ থেকে চেষ্টা করা হবে ২০৩০-এর গেমসে হকি, ব্যাডমিন্টন, কুস্তি এবং শুটিংয়ের মত ইভেন্টগুলিকে অর্ন্তভুক্ত করার।