আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম নিয়ে ফের হলফনামা তলব হাইকোর্টের

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৫, বুধবার
- / 42
মোল্লা জসিমউদ্দিন : বুধবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে উঠে আলিপুর চিড়িয়াখানার জমি নিলাম সংক্রান্ত মামলা। এদিন হাইকোর্টের বিচারপতি সুজয় পল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে উঠল প্রশ্ন, -‘সরকার কি আদৌ এই ধরনের জমি নিলামের মাধ্যমে বিক্রি করতে পারে?’
জানা গেছে, চলতি বছরের ২৩ মে টেন্ডার ডাকা হয়েছিল।রাজ্যের উচ্চ আদালতে এদিন জানানো হয়, -‘প্রাথমিকভাবে নিলামের কোনও অনুমতি ছিল না। পরে আবার নতুন করে নিলামের নোটিস জারি করা হয়’। এই প্রসঙ্গে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, -‘সেন্ট্রাল জু অথরিটি ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং আগামী দু সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা পড়বে’।
এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষকে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে । এই মামলার পরবর্তী শুনানি আগামী ১ সেপ্টেম্বর। এই জমির নিলাম আদৌ নিয়ম মেনে হয়েছে কি না? তা খতিয়ে দেখছে আদালত।