শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় দিল্লি বিমানবন্দর থেকে স্পেন ফেরত গবেষককে গ্রেফতার

- আপডেট : ১৪ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 100
পুবের কলম প্রতিবেদক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুর গাড়ির ওপর হামলাকাণ্ডে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেনে বসে উস্কানি দেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। পাশাপাশি হামলার ছক তৈরি করার অভিযোগ যাদবপুরের ওই প্রাক্তনীর বিরুদ্ধে।
স্পেন থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলার পরিকল্পনা ছকেন ওই গবেষক। অভিযোগ, যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন।
অভিযুক্ত অত্যন্ত মেধাবী ছাত্র। স্পেনের গ্রানাডা ইউনিভার্সিটিতে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্সেসের ওপর গবেষণা করে ফিরেছেন। বুধবার স্পেন থেকে ফেরার সময় দিল্লি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে হিন্দোলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ১ মার্চ শিক্ষাঙ্গনে শিক্ষামন্ত্রীকে হেনস্থা, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায়, দিল্লি বিমানবন্দরে নামতেই গ্রেফতার করা হয় যাদবপুরের এই প্রাক্তনীকে। পুলিশ সূত্রে দাবি, স্পেনে বসেই শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা ছকেন গবেষক হিন্দোল মজুমদার। যাদবপুরের পড়ুয়াদের সঙ্গে হোয়াটসঅ্যাপ মারফত হামলার ব্লু প্রিন্ট তৈরি করে দেন যাদবপুরের ওই প্রাক্তনী। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে বিক্ষোভ দেখাতে হবে, এমনকী শিক্ষামন্ত্রীর ওপর হামলা চালানোরও নির্দেশ দেন হিন্দোল, এমনটাই খবর পুলিশ সূত্রে।
চলতি বছরের ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময়, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। গাড়ি আটকাতে গিয়ে গাড়ির ধাক্কায় রক্তাক্ত এক পড়ুয়া। রক্তারক্তি-ধাক্কাধাক্কি-গণ্ডগোল-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।
পুলিশ সূত্রে দাবি, সেদিন ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও যোগ রয়েছে ধৃত হিন্দোল মজুমদারের। সূত্রের খবর, পড়ুয়াদের তিনি বলেছিলেন, যাদবপুরে একটিই ছাত্র সংগঠন থাকবে। গবেষকের বিরুদ্ধে একাধিক ধারায় পুলিশ এফআইআর দায়ের করে।
পুলিশ সূত্রে দাবি, বারবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এরপর লুকআউট নোটিস জারি হয়। গবেষণা শেষ করে স্পেন থেকে দিল্লি ফিরতেই, বিমানবন্দরে গ্রেফতার হন যাদবপুরের প্রাক্তনী। সূত্রের খবর, ধৃতকে পাটিয়ালা হাউস কোর্টে ট্রানজিট রিমান্ডে পেশ করে কলকাতায় আনছে পুলিশ।