ইনামুল হক, বসিরহাট : ফের আক্রান্ত বাঙালী শ্রমিক। আটক ১৫ দিন ধরে। ভিন রাজ্যে বাঙালি শ্রমিক আটক উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ভ্যাবলা বাসিন্দা বছর ৫৫,এর গফফার মন্ডল। পেশায় পরিযয়ী শ্রমিক কাজ করতে গিয়েছিল গত ১৫ দিন আগে হরিয়ানায় যায়। আর সেখানেই বাংলা ভাষা বলায় বাংলাদেশী বলে মারধর করে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। আটকে রাখা হয়েছে গফ্ফার কে।
হরিয়ানায় গত তিন দিন আগে ১১ ই আগস্ট রাত্রি সাড়ে এগারোটার সময় তার শেষ ফোন এসেছিল স্ত্রীর মনোয়ারা বিবির কাছে । লুকিয়ে শৌচালয় গিয়ে আর্তনাদ করতে থাকে। জানান তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করছে। বাংলা ভাষায় বলায় এমনকি বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তারপর থেকে তার মোবাইলের সুইচ বন্ধ হয়ে গেছে। তারপর আর যোগাযোগ করা যাচ্ছে না গফ্ফারের পরিবারের সঙ্গে।
পরিবারের লোক দুশ্চিন্তায় রয়েছে। তার একটি ছোট্ট ছেলে রয়েছে বছর আটের। নাম সামিউল মন্ডল। বড় ছেলে নিয়ামুল মন্ডল ভাই মোস্তফা মন্ডল। এরা সকলেই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। কবে ফিরবে তাদের পরিবারের সদস্য। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুষ্ঠুভাবে
তাদের পরিবারের সদস্য যাতে ফিরে আসেন। ইতিমধ্যে বসিরহাট থানায় ও বসিরহাট পৌরসভার কাজে লিখিতভাবে আবেদন করেছে তার পরিবার। যাতে সুস্থ স্বাভাবিক ও সসম্মানে গফফার মন্ডল বাড়ি ফিরে আসে। ইতিমধ্যে নড়েচড়ে বসেছে বসিরহাট জেলা প্রশাসন।
স্ত্রী মনোয়ারা বিবি বলেন, আমার স্বামীর ভোটার কার্ড, আধার কার্ড, এটিএম কার্ড, প্যান কার্ড ও উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও তাদেরকে দেখালে তারা মানতে চায়নি। তাকে আটকে রেখেছে। আমাদের আবেদন আমার আবেদন স্বামী যেন বাড়ি ফিরে আসে ।





























