মৃত ৬
Humayun’s Tomb:দিল্লিতে হুমায়ুনের সমাধি সংলগ্ন দরগার ছাদ ভেঙে নিহত ৬

- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 118
পুবের কলম, ওয়েব ডেস্ক: দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি (Humayun’s Tomb) সংলগ্ন দরগার ছাদ ভেঙে নিহত ৬। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার সময় ভবনের ভেতরে ইমামসহ ১৫-২০ জন ছিলেন। ঘটনাস্থল থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত কমপক্ষে পাঁচজনকে চিকিৎসার জন্য এইমস ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নামাযের জন্য দরগা যাচ্ছিলেন মুসল্লিরা। সেই সময় ১৫-২০ জন দরগার ভিতরে ছিলেন। উক্ত সময়েই ছাদ ধসে পড়ে। বলা বাহুল্য, দরগাহ শরীফ পাট্টে শাহ নিজামুদ্দিন পূর্বের হুমায়ুনের সমাধির কাছে অবস্থিত।
ঘটনার পরপরই দিল্লি ফায়ার সার্ভিসেস (ডিএফএস), দিল্লি পুলিশ, এনডিআরএফ এবং দিল্লি দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ) সহ একাধিক উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে ছুটে যায়।