প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

- আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 92
পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রয়াত নাগাল্যান্ডের রাজ্যপাল লা গণেশন আইয়ার। বয়স ৮০। রাজ্যপালের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গণেশন। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, গণেশন আইয়ার আদতে তামিলনাড়ুর বাসিন্দা। গত ৮ অগস্ট চেন্নাইয়ে নিজের বাসভবনে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। তারপর থেকেই চেন্নাইয়ের একটি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন। এদিন অবস্থার অবনতি হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ছাত্রাবস্থাতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘে যোগ দিয়েছিলেন গণেশন। পরবর্তী কালে শামিল হয়েছিলেন বিজেপিতে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব গ্রহণের আগে দু’বছর ছিলেন মণিপুরের রাজ্যপাল পদে। একদা তামিলনাড়ু বিজেপির সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বে ছিলেন গণেশন। অরুণ জেটলির প্রয়াণের পরে ২০১৬ সালে মধ্যপ্রদেশ থেকে উপনির্বাচনে জিতে দু’বছরের জন্য হয়েছিলেন রাজ্যসভার সাংসদও। ২০২১ সালে মণিপুরের রাজ্যপাল ছিলেন তিনি। তারপর ২০২২ সালের জগদীপ ধনখড়কে রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলে সে সময় গণেশনকে বাংলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল।