পুবের কলম, ওয়েব ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আমেরিকার নিউ ইয়র্ক (New York explosion )। ম্যানহ্যাটনের আপার ইস্ট সাইডের এক হাইরাইজ বিল্ডিং-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার জেরেই বিকট শব্দ শুনতে পাওয়া যায় বলে খবর। সঙ্গে সঙ্গে বের হতে থাকে ধোঁয়া ও আগুন। কালো ধোঁয়ায় ঢাকে ম্যানহ্যাটেনর আকাশ। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে প্রায় ১০০ দমকল ইঞ্জিন। পরে আরও ৭০ দমকল ইঞ্জিন পাঠানো হয়। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার ভিডিও ও ছবি গুলো ইতিমধ্যেই সোস্যাল সাইটে ছড়িয়ে পড়েছে।
১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
New York explosion: নিউ ইয়র্কে ‘বিস্ফোরণ’, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
-
ইমামা খাতুন - আপডেট : ১৫ অগাস্ট ২০২৫, শুক্রবার
- 137
সর্বধিক পাঠিত





























