১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

মারুফা খাতুন
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 40

পুবের কলম ওয়েবডেস্কসুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু জেলমুক্তি নয়, কারণ গ্রুপ ডি নিয়োগ মামলায় এখনও আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে বিচারাধীন রয়েছেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই নিয়োগ দুর্নীতির অপর দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন বলে খবর। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: পতঞ্জলির বিরুদ্ধে হওয়া দীর্ঘদিনের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চ জানায়, চার সপ্তাহের মধ্যে চার্জশিট গঠন করতে হবে এবং দু’মাসের মধ্যে শুরু করতে হবে সাক্ষ্যগ্রহণ। এই ঘটনায় আইনজীবী মহলের একাংশ মনে করছেন, এইবার হয়তো সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কাজে লাগিয়ে পার্থর গ্রুপ ডি মামলার জামিনের পথ কিছুটা হলেও সহজ হবে।

আরও পড়ুন: ওবিসি মামলার শুনানির সম্ভাবনা আগামী সোমবার

এর আগে, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়েছিল ইডি। ঠিক তার পরের দিন অর্থাৎ ২৩শে জুলাই তাঁকে গ্রেফতার করা হয়। এরপরে ২০২৪ সালের ১ অক্টোবর সিবিআই তাঁকে শোন অ্যারেস্ট করে। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন তিনি।

আরও পড়ুন: আদিবাসী নারীদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার

গত জানুয়ারিতে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। কিন্তু কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে একপ্রকার দ্বিমত তৈরি হওয়ায় শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় তাঁকে। আইনজীবীদের একাংশ মনে করছেন, আপাতত মুক্তি না মিললেও সর্বোচ্চ আদালতের এই নির্দেশ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শর্তসাপেক্ষে সুপ্রিম কোর্টে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কসুপ্রিম কোর্টে শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। কিন্তু জেলমুক্তি নয়, কারণ গ্রুপ ডি নিয়োগ মামলায় এখনও আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে বিচারাধীন রয়েছেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই নিয়োগ দুর্নীতির অপর দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন বলে খবর। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: পতঞ্জলির বিরুদ্ধে হওয়া দীর্ঘদিনের মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিং-এর ডিভিশন বেঞ্চ জানায়, চার সপ্তাহের মধ্যে চার্জশিট গঠন করতে হবে এবং দু’মাসের মধ্যে শুরু করতে হবে সাক্ষ্যগ্রহণ। এই ঘটনায় আইনজীবী মহলের একাংশ মনে করছেন, এইবার হয়তো সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কাজে লাগিয়ে পার্থর গ্রুপ ডি মামলার জামিনের পথ কিছুটা হলেও সহজ হবে।

আরও পড়ুন: ওবিসি মামলার শুনানির সম্ভাবনা আগামী সোমবার

এর আগে, ২০২২ সালের ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়েছিল ইডি। ঠিক তার পরের দিন অর্থাৎ ২৩শে জুলাই তাঁকে গ্রেফতার করা হয়। এরপরে ২০২৪ সালের ১ অক্টোবর সিবিআই তাঁকে শোন অ্যারেস্ট করে। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন তিনি।

আরও পড়ুন: আদিবাসী নারীদের পৈতৃক সম্পত্তিতে সমান অধিকার

গত জানুয়ারিতে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ। কিন্তু কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে একপ্রকার দ্বিমত তৈরি হওয়ায় শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় তাঁকে। আইনজীবীদের একাংশ মনে করছেন, আপাতত মুক্তি না মিললেও সর্বোচ্চ আদালতের এই নির্দেশ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।