১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট

মারুফা খাতুন
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্কঅসমের ডিমা হাসাও নামে উপজাতি অধ্যুষিত জেলার ৩০০০ বিঘা জমি মহাবল সিমেন্ট কোম্পানির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এতে বিস্মিত গুয়াহাটি হাইকোর্টের বিচারপতিরা। বিচারপতি সঞ্জয় কুমার মেধি মন্তব্য করেছেন, মহাবল সিমেন্ট সংস্থা নিশ্চয়ই খুব প্রভাবশালী। নয়তো জেলার অর্ধেকের বেশি জমি তাদের দেওয়া হয়?

কোর্ট বলেছে, এ এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। এটা কি মস্করা না অন্য কিছু? কীভাবে একটা কোম্পানিকে ৩০০০ বিঘা জমি দেওয়া হয়? ৩০০০ বিঘা জমি কতটা তা বোঝে সরকার? বিচারপতি বলেছেন, ওই জেলা সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে পড়ে। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী এই জেলার জমিতে উপজাতিদের অধিকার সর্বাগ্রে।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

তাছাড়া ওখানে উমরাঙ্গসো নামে যে অঞ্চল রয়েছে সেখানে উষ্ণ প্রস্রবণ, পরিযায়ী পাখিদের নিয়মিত আসার বড় জলাশয় রয়েছে। তাই কোর্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদকে নির্দেশ দিয়েছে, কোন নীতির ভিত্তিতে ওই সিমেন্ট কোম্পানিকে এত বিপুল পরিমাণ জমি দেওয়া হয়েছে এবং তা সিদ্ধান্ত হিসেবে লেখা রয়েছে কিনা সব জানাতে।

আরও পড়ুন: অসমে নয়া গ্যাস ভান্ডার, ৫ দিন ধরে তীব্র গতিতে বেরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস

ওই সিমেন্ট কোম্পানিকে ওই জেলায় জমি বরাদ্দ করার পরেই জেলায় উচ্ছেদ অভিযান চলে। তখনই গ্রামবাসীরা আদালতের শরণাপন্ন হন। ওই কোম্পানিকে ৩০ বছরের ইজারায় জমি দেওয়া হয়েছে বলে খবর। গ্রামবাসীদের আইনজীবী এখনই উচ্ছেদ স্থগিত রাখার আবেদন করেন।আদালত সেই স্থগিতাদেশ না দিলেও বলেছে, কোন নিয়ম মেনে জমি দেওয়া হয়েছে সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: অসমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা, ভূমিধসে পাঁচজনের মৃত্যু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অসমে উপজাতি জেলায় ৩০০০ বিঘা জমি সিমেন্ট সংস্থাকে, ক্ষুব্ধ কোর্ট

আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্কঅসমের ডিমা হাসাও নামে উপজাতি অধ্যুষিত জেলার ৩০০০ বিঘা জমি মহাবল সিমেন্ট কোম্পানির হাতে তুলে দিয়েছে রাজ্য সরকার। এতে বিস্মিত গুয়াহাটি হাইকোর্টের বিচারপতিরা। বিচারপতি সঞ্জয় কুমার মেধি মন্তব্য করেছেন, মহাবল সিমেন্ট সংস্থা নিশ্চয়ই খুব প্রভাবশালী। নয়তো জেলার অর্ধেকের বেশি জমি তাদের দেওয়া হয়?

কোর্ট বলেছে, এ এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। এটা কি মস্করা না অন্য কিছু? কীভাবে একটা কোম্পানিকে ৩০০০ বিঘা জমি দেওয়া হয়? ৩০০০ বিঘা জমি কতটা তা বোঝে সরকার? বিচারপতি বলেছেন, ওই জেলা সংবিধানের ষষ্ঠ তফসিলের অধীনে পড়ে। সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী এই জেলার জমিতে উপজাতিদের অধিকার সর্বাগ্রে।

আরও পড়ুন: কাছাড় জেলায় সরকারি দফতরে বাংলা বাধ্যতামূলক

তাছাড়া ওখানে উমরাঙ্গসো নামে যে অঞ্চল রয়েছে সেখানে উষ্ণ প্রস্রবণ, পরিযায়ী পাখিদের নিয়মিত আসার বড় জলাশয় রয়েছে। তাই কোর্ট উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদকে নির্দেশ দিয়েছে, কোন নীতির ভিত্তিতে ওই সিমেন্ট কোম্পানিকে এত বিপুল পরিমাণ জমি দেওয়া হয়েছে এবং তা সিদ্ধান্ত হিসেবে লেখা রয়েছে কিনা সব জানাতে।

আরও পড়ুন: অসমে নয়া গ্যাস ভান্ডার, ৫ দিন ধরে তীব্র গতিতে বেরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাস

ওই সিমেন্ট কোম্পানিকে ওই জেলায় জমি বরাদ্দ করার পরেই জেলায় উচ্ছেদ অভিযান চলে। তখনই গ্রামবাসীরা আদালতের শরণাপন্ন হন। ওই কোম্পানিকে ৩০ বছরের ইজারায় জমি দেওয়া হয়েছে বলে খবর। গ্রামবাসীদের আইনজীবী এখনই উচ্ছেদ স্থগিত রাখার আবেদন করেন।আদালত সেই স্থগিতাদেশ না দিলেও বলেছে, কোন নিয়ম মেনে জমি দেওয়া হয়েছে সব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: অসমের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে বন্যা, ভূমিধসে পাঁচজনের মৃত্যু