বেটিং অ্যাপে যুক্ত আক্রম, অভিযোগ দায়ের লাহোরে

- আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
- / 19
পুবের কলম প্রতিবেদক: পাকিস্তানে তিনি নিষিদ্ধ বেটিং অ্যাপকে উৎসাহ দিচ্ছেন। এমন ঘোরতর অভিযোগ উঠল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রমের বিরুদ্ধে। মহম্মদ ফইয়াজ নামে এক ব্যক্তি আক্রমের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন।
বাজি নামে এক বিদেশী বেটিং অ্যাপের সঙ্গে জড়িত আক্রম। বিশ্ব ক্রিকেটের সুইংয়ের সুলতান এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাই লাহোরে আক্রমের বিরুদ্ধে অভিযোগ দাবি করেছেন ফইয়াজ। অভিযোগকারী জানিয়েছেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় একটি পোস্টার ঘুরে বেড়াচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ওয়াসিম আকরাম এই অ্যাপের প্রতি আকৃষ্ট হতে উৎসাহ যোগাচ্ছেন।
একটি ভিডিওতে দেখা গেছে আক্রম বলছেন, ‘ খেলার দুনিয়ায় রোমাঞ্চ অনুভব করুন, যা এর আগে আপনি কখনো করেননি। বাজির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমি গর্বিত। এখানে জয়েন করুন এবং রাজার মতন জিতুন। ‘ এন সি সি আই কে একটি আর্জি জানিয়েছেন অভিযোগকারী ফাইয়াজ।
২০১৬ সালের ইলেকট্রনিক্স ক্রাইম এক্ট অনুযায়ী আক্রমের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানিয়েছেন তিনি। এন সি সি আই এ এর সত্যতা স্বীকার করেছে। তারা জানিয়েছে যথোপযুক্ত প্রমাণ পেলে আক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।