১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে নতুন প্রার্থী বি. সুদর্শন রেড্ডি

মারুফা খাতুন
  • আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 149

পুবের কলম ওয়েবডেস্ক : উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে এবার নাম লেখালেন সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি (B Sudarshan Reddy) । আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। ৯ সেপ্টেম্বর, ২০২৫-এ হবে এই উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন। এবার তিনি এনডিএ (NDA) মনোনীত সি.পি. রাধাকৃষ্ণণের (C P Radhakrishnan) বিরুদ্ধে লড়াই করতে চলেছেন।

 

 

রেড্ডি রাজ্যসভার মহাসচিব ও রিটার্নিং অফিসারের কাছে চার সেট মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রেড্ডির সঙ্গে উপস্থিত ছিলেন, এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar), সমাজবাদী পার্টির রামগোপাল যাদব (Ram Gopal Yadav), ডিএমকের তিরুচি শিবা, তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং সিপিআই(এম)-এর জন ব্রিটাস।

সূত্রের খবর, প্রস্তাবক ও সমর্থক হিসেবে মোট ১৬০ জন সাংসদ আপাতত স্বাক্ষর করেছেন। সমস্ত নথিপত্র যাচাই-এর পরে রিটার্নিং অফিসার স্বীকৃতি স্লিপ তুলে দেন বিচারপতি রেড্ডির হাতে। গত মঙ্গলবার বিরোধী জোটের বৈঠকে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে রেড্ডির প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা করেন।

আইন অঙ্গনে একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বহুল পরিচিত রেড্ডি। তিনি তাঁর একাধিক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের পক্ষে অটল অবস্থানের ছাপ রেখে এসেছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে নতুন প্রার্থী বি. সুদর্শন রেড্ডি

আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক : উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দৌড়ে এবার নাম লেখালেন সুপ্রিম কোর্টের (Supreme Court of India) প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি (B Sudarshan Reddy) । আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন পত্র জমা দেবেন। ৯ সেপ্টেম্বর, ২০২৫-এ হবে এই উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন। এবার তিনি এনডিএ (NDA) মনোনীত সি.পি. রাধাকৃষ্ণণের (C P Radhakrishnan) বিরুদ্ধে লড়াই করতে চলেছেন।

 

 

রেড্ডি রাজ্যসভার মহাসচিব ও রিটার্নিং অফিসারের কাছে চার সেট মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রেড্ডির সঙ্গে উপস্থিত ছিলেন, এনসিপি (এসপি) প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar), সমাজবাদী পার্টির রামগোপাল যাদব (Ram Gopal Yadav), ডিএমকের তিরুচি শিবা, তৃণমূল কংগ্রেস সাংসদ শতাব্দী রায়, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং সিপিআই(এম)-এর জন ব্রিটাস।

সূত্রের খবর, প্রস্তাবক ও সমর্থক হিসেবে মোট ১৬০ জন সাংসদ আপাতত স্বাক্ষর করেছেন। সমস্ত নথিপত্র যাচাই-এর পরে রিটার্নিং অফিসার স্বীকৃতি স্লিপ তুলে দেন বিচারপতি রেড্ডির হাতে। গত মঙ্গলবার বিরোধী জোটের বৈঠকে কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে রেড্ডির প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা করেন।

আইন অঙ্গনে একজন মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে বহুল পরিচিত রেড্ডি। তিনি তাঁর একাধিক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায়বিচারের পক্ষে অটল অবস্থানের ছাপ রেখে এসেছেন।