জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জনকে বরখাস্ত করল নবান্ন
- আপডেট : ২১ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 260
পুবের কলম, ওয়েব ডেস্কঃ জাতীয় নির্বাচন কমিশনের (ECI) নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারের তরফেও নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত ৪জনকে সাসপেন্ড করলো রাজ্য সরকার (Nabanna)। বৃহস্পতিবারের বারবেলায় এই খবর মুখ্যমন্ত্রীর সচিবালয় সূত্রে জানা গিয়েছে। তবে, এই নিয়ে এ পর্যন্ত কোনও এফ আই আর হয়নি – খবর নবান্ন সূত্রের। অর্ডারের কপি এখনও ছাড়া হয় নি।
শীঘ্রই সরকারের তরফেও নির্দেশিকা জারি করা হবে। বিঞ্জপ্তি প্রকাশের দিকেই তাকিয়ে রয়েছে সকলে। নির্দেশিকার জন্যে অপেক্ষা চলছে। জাতীয় নির্বাচন কমিশন’কে রাজ্য সরকারের তরফেও এদিন গৃহীত সিদ্ধান্ত জানানো হয়েছে। এফআইআর যে করা হয় নি সেই উত্তর ও পাঠানো হয়েছে। উল্লেখ্য, দুজন ইআরও, দুজন এআরও, একজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে আইন ভাঙার জন্যে ১৩ আগস্ট মুখ্যসচিব ড. মনোজ পন্থের দিল্লি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লিতে সশরীরে হাজিরার পর ৮ দিনের সময় সীমা দেওয়া হয়। সেই অনুযায়ী, ২১ তারিখ ছিল শেষ দিন। কড়া ব্যবস্থা গ্রহণ করা ও শাস্তির জন্য উভয় নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন।