Pakistani foreign minister: ঢাকায় পাক বিদেশমন্ত্রী Ishaq Dar

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 227
পুবের কলম,ওয়েবডেস্ক: ঢাকায় (Pakistani foreign minister) পাক বিদেশমন্ত্রী ইসহাক দার (Ishaq Dar)। তিন দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। একইসঙ্গে বিদেশমন্ত্রীর পদও সামলাচ্ছেন তিনি। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এই সফর বলে জানা গেছে। ১৩ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তানের কোনও বিদেশমন্ত্রী (Ishaq Dar) বাংলাদেশে সফরে এসেছেন। বলা বাহুল্য, গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার পতনের পর থেকে ইসলামাবাদ ও ঢাকার মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে উভয়দেশের বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্যহারে উন্নতি দেখা যাচ্ছে।
Deputy Prime Minister / Foreign Minister, Senator Mohammad Ishaq Dar @MIshaqDar50,
received a delegation of National Citizen Party (NCP), led by Mr Akhtar Hossain. During the discussion, DPM/FM appreciated the NCP leadership’s vision for reform and social justice. He emphasised… pic.twitter.com/Bg5VjtXhbf— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk) August 23, 2025
এই সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ তৌহিদ হোসেন-সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি (Ishaq Dar)। অগাস্ট-পরবর্তী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির পর ইসহাক দারকে নিয়ে পাকিস্তানের মন্ত্রিসভার তৃতীয় সদস্য ঢাকায় এলেন। গত জুলাইয়ে ঢাকায় আসেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। আর গত বুধবার ঢাকায় আসেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
As part of Deputy Prime Minister and Foreign Minister’s interaction with different political stakeholders , Senator Mohammad Ishaq Dar @MIshaqDar50, held a meeting with a delegation of Bangladesh Jamaat-e-Islami. The delegation was led by Dr. Syed Abdullah Mohammed Taher, Naib… pic.twitter.com/bI9hUedtnr
— Ministry of Foreign Affairs – Pakistan (@ForeignOfficePk) August 23, 2025