১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ

মারুফা খাতুন
  • আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 334

পুবের কলম ওয়েবডেস্ক : ফের গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ। অবশেষে ইডির হাতে ধরা দিলেন তিনি। সাত সকালে জীবনকৃষ্ণের বাড়ির সামনে পৌছায় ইডির কর্মকর্তারা। পুরো বাড়িটিকে ঘিরে ফেলে সেনা বাহিনীর জওয়ানেরা। বেগতিক দেখে পাঁচিল টপকে বাড়ির পেছনের দিক দিয়ে পালানোর চেষ্টা করেন জীবন।

ছুটতে গিয়ে প্রায় ১০০ মিটার দূরত্বে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু কোন লাভই হল না। শেষমেশ ইডির কবলে তিনি। বছর দুই পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তখন সিবিআই-কে দেখে নিজের দুইটি ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার নর্দমায়। প্রত্যক্ষ্যদর্শীদের অনেকে বলেছেন, জীবন নিজে ফোন দুটি ফেলেনি।বরং ছুটতে গিয়ে হোঁচট খেয়ে কাদায় পড়ে যান। আগেরবার ফোন দুটি খুঁজে পেতে, বেশ বেগ পেতে হয়েছিল সিবিআইকে। তবে এবারে খুব একটা সমস্যা হয়নি।

আরও পড়ুন: কোটি কোটি টাকার ঋণ তছরুপ, গ্রেফতার রিলায়েন্স পাওয়ার লিমিটেডের কর্তা অশোক

মোবাইল দুটি পাসওয়ার্ড দ্বারা বন্ধ থাকায়, খোলা যায়নি। এমনকি জীবন পাসওয়ার্ডও বলেননি আধিকারিকদের। নিজেও খুলে দেননি। এমনকি তিনি কাদাতেও পড়ে যান। পুরো শরীরে কাদামাখা অবস্থাতেই ইডি আধিকারিকরা পাকড়াও করে তাঁকে। কাদায় পড়ে গিয়ে তিনি কাতরভাবে আর্জি জানান, তাঁকে যেন না মারা হয়। এক কথায় খানিকটা তামাশাই দেখল কিছু লোকজন।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

বেশ কয়েকদিন থেকে তাঁর গতিবিধি নজরে রাখছিলেন ইডি আধিকারিকরা। টানা চার ঘন্টা জেরার পরে তাঁর বাড়িতে চিরুনি তল্লাশি চালায় ইডি। কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় সবশেষে তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। আগেরবার সিবিআই-এর মামলায় ১৩ মাস জেল খেটেছিলেন তিনি। এবার কতদিন জেল খাটতে হয় এটাই দেখার।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইডির হাতে গ্রেফতার জীবনকৃষ্ণ

আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ফের গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ। অবশেষে ইডির হাতে ধরা দিলেন তিনি। সাত সকালে জীবনকৃষ্ণের বাড়ির সামনে পৌছায় ইডির কর্মকর্তারা। পুরো বাড়িটিকে ঘিরে ফেলে সেনা বাহিনীর জওয়ানেরা। বেগতিক দেখে পাঁচিল টপকে বাড়ির পেছনের দিক দিয়ে পালানোর চেষ্টা করেন জীবন।

ছুটতে গিয়ে প্রায় ১০০ মিটার দূরত্বে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু কোন লাভই হল না। শেষমেশ ইডির কবলে তিনি। বছর দুই পরে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তখন সিবিআই-কে দেখে নিজের দুইটি ফোন পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি। আর এবার নর্দমায়। প্রত্যক্ষ্যদর্শীদের অনেকে বলেছেন, জীবন নিজে ফোন দুটি ফেলেনি।বরং ছুটতে গিয়ে হোঁচট খেয়ে কাদায় পড়ে যান। আগেরবার ফোন দুটি খুঁজে পেতে, বেশ বেগ পেতে হয়েছিল সিবিআইকে। তবে এবারে খুব একটা সমস্যা হয়নি।

আরও পড়ুন: কোটি কোটি টাকার ঋণ তছরুপ, গ্রেফতার রিলায়েন্স পাওয়ার লিমিটেডের কর্তা অশোক

মোবাইল দুটি পাসওয়ার্ড দ্বারা বন্ধ থাকায়, খোলা যায়নি। এমনকি জীবন পাসওয়ার্ডও বলেননি আধিকারিকদের। নিজেও খুলে দেননি। এমনকি তিনি কাদাতেও পড়ে যান। পুরো শরীরে কাদামাখা অবস্থাতেই ইডি আধিকারিকরা পাকড়াও করে তাঁকে। কাদায় পড়ে গিয়ে তিনি কাতরভাবে আর্জি জানান, তাঁকে যেন না মারা হয়। এক কথায় খানিকটা তামাশাই দেখল কিছু লোকজন।

আরও পড়ুন: I love Muhammad’ ব্যানারকে অপরাধ হিসেবে গণ্য করা অসাংবিধানিক: জামায়াতে ইসলামি হিন্দ

বেশ কয়েকদিন থেকে তাঁর গতিবিধি নজরে রাখছিলেন ইডি আধিকারিকরা। টানা চার ঘন্টা জেরার পরে তাঁর বাড়িতে চিরুনি তল্লাশি চালায় ইডি। কথাবার্তায় অসংগতি ধরা পড়ায় সবশেষে তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। আগেরবার সিবিআই-এর মামলায় ১৩ মাস জেল খেটেছিলেন তিনি। এবার কতদিন জেল খাটতে হয় এটাই দেখার।

আরও পড়ুন: দিল্লিতে ED অফিসে হাজিরা দিলেন মিমি চক্রবর্তী