০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাম্পত্যকলহের জের, স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পুবের কলম ওয়েবডেস্ক : সাতসকালে রক্তারক্তি কাণ্ড শহর কলকাতায়। বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় বাড়ির সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সকালবেলা এক মহিলাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে চমকে যান সকলেই।

স্থানীয় সূত্রে খবর, বাঁশদ্রোণী এলাকাতেই তাঁদের বাড়ি। বহুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল হরিপদ নস্কর এবং তাঁর স্ত্রী অসীমার। অসীমা নস্কর এলাকায় পরিচারিকার কাজ করেন। বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে একাধিক বিষয়ে স্বামী সন্দেহ করছিল বলে অভিযোগ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে, সেই বিষয়েও সন্দেহ চলত বলে অভিযোগ। বিগত কয়েক দিনে তা মাত্রাছাড়া হয়ে যায়।

আরও পড়ুন: দাম্পত্য কলহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দম্পতির

অনুমান, তার জেরেই এই ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। সে সময় হরিপদ নস্কর ঘরের ভিতরেই ধারালো ছুরি দিয়ে সীমাকে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে সীমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় ছুটতে থাকেন।

এ দিন প্রকাশ্য রাস্তায় স্বামী হামলা করার পর চিৎকার করে ওঠেন মহিলা। তার ফলে আশপাশের লোকজন চলে এলে কোনও রকমে তিনি প্রাণে বাঁচেন। লোকভয়ে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান। তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক বলে প্রাথমিক খবর। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত হরিপদকে খুঁজতে এখন তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে তিনি স্ত্রীকে খুন করার চেষ্টা করলেন তা জানতে তৎপর তারা। ইতিমধ্যে মহিলার ছেলে এবং তাঁর পরিবারের সঙ্গে কথাও বলছেন তদন্তকারীরা। শুধুই পারিবারিক ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেটাই জানতে উদ্যোগী পুলিশ।

 

সর্বধিক পাঠিত

উত্তরপ্রদেশের স্কুল অনুষ্ঠানে বোরখা পরে উদ্যম নাচ, বিতর্কে তদন্তের নির্দেশ পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাম্পত্যকলহের জের, স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় কোপানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : সাতসকালে রক্তারক্তি কাণ্ড শহর কলকাতায়। বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় বাড়ির সামনে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সকালবেলা এক মহিলাকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে চমকে যান সকলেই।

স্থানীয় সূত্রে খবর, বাঁশদ্রোণী এলাকাতেই তাঁদের বাড়ি। বহুদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল হরিপদ নস্কর এবং তাঁর স্ত্রী অসীমার। অসীমা নস্কর এলাকায় পরিচারিকার কাজ করেন। বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে একাধিক বিষয়ে স্বামী সন্দেহ করছিল বলে অভিযোগ। স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে, সেই বিষয়েও সন্দেহ চলত বলে অভিযোগ। বিগত কয়েক দিনে তা মাত্রাছাড়া হয়ে যায়।

আরও পড়ুন: দাম্পত্য কলহে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা দম্পতির

অনুমান, তার জেরেই এই ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়েছিল। সে সময় হরিপদ নস্কর ঘরের ভিতরেই ধারালো ছুরি দিয়ে সীমাকে আঘাতের চেষ্টা করেন বলে অভিযোগ। কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে সীমা বাড়ি থেকে বেরিয়ে পড়ে রাস্তায় ছুটতে থাকেন।

এ দিন প্রকাশ্য রাস্তায় স্বামী হামলা করার পর চিৎকার করে ওঠেন মহিলা। তার ফলে আশপাশের লোকজন চলে এলে কোনও রকমে তিনি প্রাণে বাঁচেন। লোকভয়ে অভিযুক্ত যুবক সেখান থেকে পালিয়ে যান। তাঁর শারীরিক পরিস্থিতি উদ্বেগজনক বলে প্রাথমিক খবর। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভিযুক্ত হরিপদকে খুঁজতে এখন তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে তিনি স্ত্রীকে খুন করার চেষ্টা করলেন তা জানতে তৎপর তারা। ইতিমধ্যে মহিলার ছেলে এবং তাঁর পরিবারের সঙ্গে কথাও বলছেন তদন্তকারীরা। শুধুই পারিবারিক ঝামেলা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, সেটাই জানতে উদ্যোগী পুলিশ।