শুভেন্দুর কেন্দ্রে সমবায় ভোটে খাতা খুলতে পারল না বিজেপি

- আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
- / 93
পুবের কলম প্রতিবেদক : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বিজেপি কার্যত ভরাডুবি হল। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কালীচরণপুর গড় চক্রবেড়িয়া সমবায় সমিতির ১২টি আসনে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়।
তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী দিলেও বিজেপি প্রার্থী দেয় ৯টি আসনে। বাকি তিন আসনে তৃণমূল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। ৬৭২ জন ভোটারের মধ্যে ভোট পড়ে ৬০০টি। গণনা শেষে দেখা যায়, ১২টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
জয়ের পর সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকরা, মিছিলও বের করা হয়। নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শেখ আলরাজি জানান, সিপিএম ও বিজেপি জোট করে প্রার্থী দিয়েছিল। তবু কোথাও খাতা খুলতে পারেনি বিজেপি। এই ফলাফলে শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপির পরাজয় ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, ‘বিজেপি-সিপিএম মিলে ৯টি আসনে প্রার্থী দিতে পেরেছিল। তিনটি আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলাম। বাকি ৯টি আসনে ভোটগ্রহণ হয়। সেই নির্বাচনে গোহারান হেরেছে রাম-বাম। ২০২৬ সালে এই জয় অব্যাহত থাকবে।’