২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সাগর মেলার প্রস্তুতি বৈঠক জেলা প্রশাসনের

মারুফা খাতুন
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 94

সামিম আহমেদ : আগামী জানুয়ারি মাসে মকর সংক্রান্তিতে সাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে সাগর মেলার প্রস্তুতির প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এবারের সাগর মেলার প্রস্তুতিতে সাগরতটের ধারাবাহিক ভাঙন রোধ ও মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সাগরতটের ভাঙন রোধে সেচ দফতরের বাস্তুকারদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। এবারও ভাঙন এলাকা পুনর্গঠন করে পরিকাঠামো গড়ে তোলা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এ দিন বৈঠকের আগে সাগরতটের ভাঙন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনীশ দাশগুপ্ত, সেচ দফতরের মুখ্য বাস্তুকার।

এলাকা পরিদর্শনের পর ভাঙন রোধ নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবে সেচ দফতর। যদিও সাগর মেলার প্রস্তুতি বৈঠকের শেষে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘সাগরতটের ভাঙন, মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং যথাসময়ে শুরু হবে। গতবারের মতো এবারেও নদীপথে যাতায়াত আরও মসৃণ করা হবে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’

আরও পড়ুন: মিলন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এক প্রস্তুতি বৈঠক

উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, সরকারি সভাধিপতি ও গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, কাকদ্বীপের মহকুমা শাসক ড. মধুসূদন মণ্ডল, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন: হাওড়ার পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি, চূড়ান্ত প্রস্তুতি  খতিয়ে দেখল জেলা প্রশাসন

আরও পড়ুন: জেলা প্রশাসনের আশ্বাসে বীরভূমের পাথর শিল্পের ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাগর মেলার প্রস্তুতি বৈঠক জেলা প্রশাসনের

আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার

সামিম আহমেদ : আগামী জানুয়ারি মাসে মকর সংক্রান্তিতে সাগর মেলার প্রস্তুতি শুরু করে দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। বুধবার দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে সাগর মেলার প্রস্তুতির প্রথম প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এবারের সাগর মেলার প্রস্তুতিতে সাগরতটের ধারাবাহিক ভাঙন রোধ ও মুড়িগঙ্গা নদীর ড্রেজিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। বিশেষ করে সাগরতটের ভাঙন রোধে সেচ দফতরের বাস্তুকারদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। এবারও ভাঙন এলাকা পুনর্গঠন করে পরিকাঠামো গড়ে তোলা হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এ দিন বৈঠকের আগে সাগরতটের ভাঙন এলাকা সরেজমিনে ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অনীশ দাশগুপ্ত, সেচ দফতরের মুখ্য বাস্তুকার।

এলাকা পরিদর্শনের পর ভাঙন রোধ নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করবে সেচ দফতর। যদিও সাগর মেলার প্রস্তুতি বৈঠকের শেষে জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘সাগরতটের ভাঙন, মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং যথাসময়ে শুরু হবে। গতবারের মতো এবারেও নদীপথে যাতায়াত আরও মসৃণ করা হবে। তীর্থযাত্রীদের স্বাচ্ছন্দ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে।’

আরও পড়ুন: মিলন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এক প্রস্তুতি বৈঠক

উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, জেলাশাসক সুমিত গুপ্তা, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা, জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, সরকারি সভাধিপতি ও গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি, সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও, কাকদ্বীপের মহকুমা শাসক ড. মধুসূদন মণ্ডল, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ সহ প্রশাসনিক আধিকারিকরা।

আরও পড়ুন: হাওড়ার পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি, চূড়ান্ত প্রস্তুতি  খতিয়ে দেখল জেলা প্রশাসন

আরও পড়ুন: জেলা প্রশাসনের আশ্বাসে বীরভূমের পাথর শিল্পের ধর্মঘট প্রত্যাহার করলেন ব্যবসায়ীরা