২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হাইটেনশন তারে লেগে মৃত্যু ঘটলো এক শ্রমিকের

মারুফা খাতুন
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 69

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : কাজ করার সময় হাইটেনশন তারে স্পর্শ লেগে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের বৃহস্পতিবার। রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার নালুয়া গোড়েপাড়া এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

তীব্র শোরগোল এলাকায়। মৃত শ্রমিকের নাম প্রহ্লাদ হালদার। নালুয়া গোড়েপাড়া এলাকায় একটি গোডাউনের ঢালাইয়ে কাজ করছিলেন। কড়াইয়ে ঢালাইয়ের মশলা নিয়ে ভারায় উঠে যোগান দিচ্ছিলেন। যেখানে কাজ চলছিল, সেখানে শ্রমিকদের মাথার উপর হাইটেশন তার ছিল। যোগান দেওয়ার সময় কোনও ভাবে ওই হাইটেনশন তারে শ্রমিকের শরীর লেগে যায়। সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে ছিটকে পড়েন প্রহ্লাদ।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, যেখানে হাইটেনশন তার রয়েছে, তার ঠিক তলায় মালিক ঢালাইয়ের কাজের অনুমতি পেলেন কী করে? কারও নজরে বিষয়টি আসেনি কেন? মালিকের পরিবারের দাবি, হাইটেনশন তারটি দীর্ঘদিন ঝুলেই ছিল।

আরও পড়ুন: Palestinians starve to death: গাজায় ত্রাণ আটকে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে ইসরাইল

বিদ্যুৎদপ্তরে তারা বারবার জানিয়ে ছিলেন তবে কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তারপর কাজ শুরু হয়। কিন্তু বিপজ্জনকভাবে তারটি ঝুলে রয়েছে, তা জানার পরও কেন ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছিল উঠছে সেই প্রশ্নও। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।

আরও পড়ুন: হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে আটকে মৃত্যু

­

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইটেনশন তারে লেগে মৃত্যু ঘটলো এক শ্রমিকের

আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মথুরাপুর : কাজ করার সময় হাইটেনশন তারে স্পর্শ লেগে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের বৃহস্পতিবার। রাস্তায় ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রমিকের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার নালুয়া গোড়েপাড়া এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

তীব্র শোরগোল এলাকায়। মৃত শ্রমিকের নাম প্রহ্লাদ হালদার। নালুয়া গোড়েপাড়া এলাকায় একটি গোডাউনের ঢালাইয়ে কাজ করছিলেন। কড়াইয়ে ঢালাইয়ের মশলা নিয়ে ভারায় উঠে যোগান দিচ্ছিলেন। যেখানে কাজ চলছিল, সেখানে শ্রমিকদের মাথার উপর হাইটেশন তার ছিল। যোগান দেওয়ার সময় কোনও ভাবে ওই হাইটেনশন তারে শ্রমিকের শরীর লেগে যায়। সঙ্গে সঙ্গে উপর থেকে নিচে ছিটকে পড়েন প্রহ্লাদ।

আরও পড়ুন: dengue in wb: বেহালায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু যুবকের

ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।এই দুর্ঘটনার পর প্রশ্ন উঠছে, যেখানে হাইটেনশন তার রয়েছে, তার ঠিক তলায় মালিক ঢালাইয়ের কাজের অনুমতি পেলেন কী করে? কারও নজরে বিষয়টি আসেনি কেন? মালিকের পরিবারের দাবি, হাইটেনশন তারটি দীর্ঘদিন ঝুলেই ছিল।

আরও পড়ুন: Palestinians starve to death: গাজায় ত্রাণ আটকে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে ইসরাইল

বিদ্যুৎদপ্তরে তারা বারবার জানিয়ে ছিলেন তবে কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ। তারপর কাজ শুরু হয়। কিন্তু বিপজ্জনকভাবে তারটি ঝুলে রয়েছে, তা জানার পরও কেন ঝুঁকি নিয়ে কাজ করা হচ্ছিল উঠছে সেই প্রশ্নও। ঘটনার তদন্ত শুরু করেছে মথুরাপুর থানার পুলিশ।

আরও পড়ুন: হালিশহরের হুকুমচাঁদ জুট মিলে ভয়াবহ দুর্ঘটনা, মেশিনে আটকে মৃত্যু

­