জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 54
পুবের কলম ওয়েবডেস্ক : জাপানে দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে একটি ব্যবসায়িক ফোরামে অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি। তিনি বলেছেন, ভারত ও জাপান যৌথভাবে স্থিতিশীল, প্রবৃদ্ধি এবং সমৃদ্ধিমূলক শতাব্দী গঠন করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নীতি নিয়ে ভারতের এই টানাপোড়েন সম্পর্কের মাঝেই দুদিনের সফরে জাপান যাচ্ছেন মোদি।
নিজের দেশের প্রশংসায় তিনি ভারতকে বিনিয়োগের গন্তব্যস্থল হিসেবে তুলে ধরেছেন। এমনকি তিনি এটাও বলেছেন যে, ভারতে শুধু পুঁজি বৃদ্ধি পায় না, বরং বহুগুণে বৃদ্ধি পায়। ভারত খুব শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশে পরিণত হবে। এছাড়া আগেই ভারত নিজের কর্মক্ষমতা দেখিয়েছে। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স থেকে শুরু করে জৈব প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং ও মহাকাশ সহ বিভিন্ন প্রতিভার ক্ষেত্রে সর্বদা এগিয়ে রয়েছে।
এক্ষেত্রে ভারতের প্রতিভা ও জাপানের প্রযুক্তি যদি মিলিত হয়ে যৌথভাবে কাজ করে তাহলে এই যে শতাব্দী প্রযুক্তি গঠন করার স্বপ্ন তা পূরন হবে। ভারত ও জাপান একসাথে রোবোটিক্স, সেমিকন্ডাকটর, জাহাজ নির্মাণ সর্বক্ষেত্রেই সফল হতে পারে। এইভাবে ভারত ও জাপানের অংশীদারিত্ব পারস্পারিকের ক্ষেত্রে আস্থার এক বিষয় হয়ে উঠবে।