’কাছের মানুষকে হারালাম’
- আপডেট : ৬ নভেম্বর ২০২১, শনিবার
- / 26
আহমদ হাসান ইমরান (সম্পাদক, পুবের কলম): সুব্রত মুখার্জির সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ভীষণ অমায়িক মানুষ ছিলেন। তিনি যখন কলকাতা পুরসভার মেয়র হন, তখন তাঁর সাফল্য নজর কেড়েছিল সকলের। ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নয়া দিগন্ত এবং আমাদের সাপ্তাহিক কলম-এর জন্য তখন তাঁর একটি দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছিলাম, খোলা মনে, তখন অনেক গুরত্বপূর্ণ মতামত দিয়েছিলেন।
আমি যে অঞ্চলে থাকি, সেই এলাকার বিধায়ক হিসাবে তাঁর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই দেখা হতো, কথা হতো। অসুস্থ হওয়ার তিনদিন আগে আমি এবং ওয়ায়েজুল হক ভাই সুব্রতদার বাড়িতে গিয়েছিলাম আমার মেয়ের বিয়ের দাওয়াত দিতে। সেদিনও খোলা মনে অনেক কথাই বলেছিলেন। বলেছিলেন, পশ্চিমবঙ্গ যেভাবে বিরোধী শূন্য হয়ে গেছে, গণতন্ত্রের পক্ষে এটা ভালো দিক নয়। কথা দিয়েছিলেন আমার মেয়ের বিয়েতে আসবেন। আমার মেয়ের বিয়ে, কিন্তু কথা দিয়েও আসতে পারবেন না আমাদের প্রিয় সুব্রত দা। তাঁর আত্মার শান্তি কামনা করি।