০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সামাজিক মাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নেপালে সংসদে ঢুকে পড়ল জনতা, ছাত্র- যুব ও পুলিশ সংঘর্ষে নিহত ১৪

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 102

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বিক্ষোভ শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস নিষিদ্ধ করা ও দুর্নীতির প্রতিবাদে। শনিবার সকালে রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উঠছে সরকার বিরোধী স্লোগান। পুলিশ ও সেনাবাহিনী বিক্ষোভ দমনে জলকামান, টিয়ার শেল এবং রাবার বুলেট ব্যবহার করছে। বিক্ষোভকারীরা লাঠি ও গাছের ডাল নিয়ে প্রতিরোধে নেমেছেন। কিছু বিক্ষোভকারী দেশটির সংসদ ভবনেও ঢুকে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে অনেকেই কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও রাজপরিবারের প্রাসাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেপালের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের আশপাশে সেনা মোতায়েন রয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সামাজিক মাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, নেপালে সংসদে ঢুকে পড়ল জনতা, ছাত্র- যুব ও পুলিশ সংঘর্ষে নিহত ১৪

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

নেপালে সরকারবিরোধী বিক্ষোভে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বিক্ষোভ শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাপস নিষিদ্ধ করা ও দুর্নীতির প্রতিবাদে। শনিবার সকালে রাজধানী কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়, যা অল্প সময়ের মধ্যে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উঠছে সরকার বিরোধী স্লোগান। পুলিশ ও সেনাবাহিনী বিক্ষোভ দমনে জলকামান, টিয়ার শেল এবং রাবার বুলেট ব্যবহার করছে। বিক্ষোভকারীরা লাঠি ও গাছের ডাল নিয়ে প্রতিরোধে নেমেছেন। কিছু বিক্ষোভকারী দেশটির সংসদ ভবনেও ঢুকে পড়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে অনেকেই কারফিউ অমান্য করে রাস্তায় নেমেছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও রাজপরিবারের প্রাসাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নেপালের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের আশপাশে সেনা মোতায়েন রয়েছে।