০১ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যাত্রী সেবা দিবস উদযাপন কলকাতা বিমান বন্দরে

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বা এএআই–এর উদ্যোগে যাত্রী সেবা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালিত হল  হল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার সারাদিন একাধিক কর্মসুচির মধ্যে অন্যতম ছিল বিমানযাত্রীদের সুষ্ঠ এবং নিরাপদ ভ্রমণ, বিনামূল্যে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির।

এ দিন লোকনৃত্য পরিবেশন করে বিমানযাত্রীদের স্বাগত জানায় স্থানীয় বিদ্যালয়য়ের ছাত্রছাত্রীরা। যাত্রীদের বিমান যাত্রার অভিজ্ঞতা, অভাব-অভিযোগ শোনার পাশাপাশি বরিষ্ঠ নাগরিক এবং বিমানযাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দফতরের পর্যবেক্ষক ক্যাপ্টেন এস. কে. মল্লিক, কলকাতা বিমানবন্দরের পরিচালক  ড. প্রভাত রঞ্জন বেউরিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর নিবেদিতা দুবে সহ অন্যান্য আধিকারিকরা।

অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভবিষ্যত কর্ম সংস্থানসহ বিমানবন্দরের বিভিন্ন শাখায় চাকরির সম্ভাবনা নিয়ে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন কলকাতা বিমানবন্দরের পরিচালক  ড. প্রভাত রঞ্জন বেউরিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর নিবেদিতা দুবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. প্রভাত রঞ্জন বেউরিয়া বলেন, দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কলকাতা বিমানবন্দর একশো বছর ধরে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে আসছে। বিমানযাত্রীদের কথা ভেবে ন্যুনতম খরচে দেশের প্রথম উড়ান যাত্রী ক্যাফেটেরিয়া চালু হয় কলকাতা বিমানবন্দরেই। আগামীদিনে কলকাতা বিমানবন্দর থেকে আরও বেশ কয়েকটি উড়ান সংস্থা বিমান পরিষেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক। এ দিন ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

এসআইআর-এর শুনানির নোটিস পেয়ে ছিলেন আতঙ্কে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

যাত্রী সেবা দিবস উদযাপন কলকাতা বিমান বন্দরে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ বা এএআই–এর উদ্যোগে যাত্রী সেবা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি পালিত হল  হল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার সারাদিন একাধিক কর্মসুচির মধ্যে অন্যতম ছিল বিমানযাত্রীদের সুষ্ঠ এবং নিরাপদ ভ্রমণ, বিনামূল্যে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবির।

এ দিন লোকনৃত্য পরিবেশন করে বিমানযাত্রীদের স্বাগত জানায় স্থানীয় বিদ্যালয়য়ের ছাত্রছাত্রীরা। যাত্রীদের বিমান যাত্রার অভিজ্ঞতা, অভাব-অভিযোগ শোনার পাশাপাশি বরিষ্ঠ নাগরিক এবং বিমানযাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসুচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদর দফতরের পর্যবেক্ষক ক্যাপ্টেন এস. কে. মল্লিক, কলকাতা বিমানবন্দরের পরিচালক  ড. প্রভাত রঞ্জন বেউরিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর নিবেদিতা দুবে সহ অন্যান্য আধিকারিকরা।

অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে ভবিষ্যত কর্ম সংস্থানসহ বিমানবন্দরের বিভিন্ন শাখায় চাকরির সম্ভাবনা নিয়ে পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন কলকাতা বিমানবন্দরের পরিচালক  ড. প্রভাত রঞ্জন বেউরিয়া, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলের এক্সিকিউটিভ ডিরেক্টর নিবেদিতা দুবে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ড. প্রভাত রঞ্জন বেউরিয়া বলেন, দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী কলকাতা বিমানবন্দর একশো বছর ধরে সুনামের সঙ্গে পরিষেবা দিয়ে আসছে। বিমানযাত্রীদের কথা ভেবে ন্যুনতম খরচে দেশের প্রথম উড়ান যাত্রী ক্যাফেটেরিয়া চালু হয় কলকাতা বিমানবন্দরেই। আগামীদিনে কলকাতা বিমানবন্দর থেকে আরও বেশ কয়েকটি উড়ান সংস্থা বিমান পরিষেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক। এ দিন ক্যুইজ ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিদ্যালয়ের পড়ুয়ারা।