২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁকা বাড়ি থেকে চুরি গেল দশ ভরি গহনা সহ মূল্যবান সামগ্রী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার
  • / 35

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  ফাঁকা বাড়ি পেয়ে এক গৃহস্থের বাড়ি থেকে চুরি গেল দশ ভরি সোনার গহনা ও ছয় ভরি চাঁদি।

প্রশাসন ও এলাকাসূত্রে জানা গেছে, রামপুরহাট থানার অন্তর্গত বড়শাল গ্রাম পঞ্চায়েতের বড়শাল গ্রামের বাসিন্দা নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়  ভাইফোঁটা উপলক্ষ্যে সপরিবারে প্রথমে সিউড়ী ও পরে মুর্শিদাবাদ যান।

আরও পড়ুন: চুরি হওয়া ৬০০ বছরের প্রাচীন কষ্টিপাথরের কৃষ্ণমূর্তির ঠাই হল জুডিশিয়াল মিউজিয়াম এন্ড রিসার্চ সেন্টারে

 সেই কারণে গোটা বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে শনিবার রাতে দুষ্কৃতীরা চুরি করে। রবিবার সকালে নিশিকান্ত   এক ফোনের মাধ্যমে জানতে  পারেন তার বাড়ির পিছন দিকের জানালা ভাঙে  চুরির কথা। 

আরও পড়ুন: ১০ হাজার মানুষের মগজ চুরি ডেনমার্কে!

বাড়ি ফিরে দেখেন বাড়ির ভিতর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জানা গেছে,  বাড়ির সামনের দিকে দরজার তালা ও একইভাবে পিছনের দিকে দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু  ব্যর্থ হয়ে বাড়ির পিছন দিকেই একটি জানালার গ্রীল ও তার জানালা ভেঙে ভিতরে ঢুকে দুইটি স্টীলের আলমারী ও একটি ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে দশ ভরি সোনা ও ছয় ভরি চাঁদি সহ নগদ পঁচিশ হাজার টাকা চুরি করে।

আরও পড়ুন: মন্দিরের চুরি হওয়া প্রাচীন পিতলের মূর্তি সহ গ্রেফতার ১ দুষ্কৃতী

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে আসে পুলিশ।  এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ষষ্ঠী তলা মোড়ে কোনো আলো না থাকায় বসে গাঁজা থেকে মদের আড্ডা। আর তারপর থেকে বেড়েছে গ্রামে চুরির  উৎপাত। কিছুদিন আগে গ্রামের দক্ষিণাকালী মন্দিরে চুরি হয়। রাস্তার ধারে বাড়ি থেকে  চুরির ঘটনায়  আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পেশায় ভাড়া গাড়ির চালক  নিশিকান্ত একেবারে ভেঙে পড়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফাঁকা বাড়ি থেকে চুরি গেল দশ ভরি গহনা সহ মূল্যবান সামগ্রী

আপডেট : ৭ নভেম্বর ২০২১, রবিবার

দেবশ্রী মজুমদার, রামপুরহাট:  ফাঁকা বাড়ি পেয়ে এক গৃহস্থের বাড়ি থেকে চুরি গেল দশ ভরি সোনার গহনা ও ছয় ভরি চাঁদি।

প্রশাসন ও এলাকাসূত্রে জানা গেছে, রামপুরহাট থানার অন্তর্গত বড়শাল গ্রাম পঞ্চায়েতের বড়শাল গ্রামের বাসিন্দা নিশিকান্ত বন্দ্যোপাধ্যায়  ভাইফোঁটা উপলক্ষ্যে সপরিবারে প্রথমে সিউড়ী ও পরে মুর্শিদাবাদ যান।

আরও পড়ুন: চুরি হওয়া ৬০০ বছরের প্রাচীন কষ্টিপাথরের কৃষ্ণমূর্তির ঠাই হল জুডিশিয়াল মিউজিয়াম এন্ড রিসার্চ সেন্টারে

 সেই কারণে গোটা বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে শনিবার রাতে দুষ্কৃতীরা চুরি করে। রবিবার সকালে নিশিকান্ত   এক ফোনের মাধ্যমে জানতে  পারেন তার বাড়ির পিছন দিকের জানালা ভাঙে  চুরির কথা। 

আরও পড়ুন: ১০ হাজার মানুষের মগজ চুরি ডেনমার্কে!

বাড়ি ফিরে দেখেন বাড়ির ভিতর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। জানা গেছে,  বাড়ির সামনের দিকে দরজার তালা ও একইভাবে পিছনের দিকে দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু  ব্যর্থ হয়ে বাড়ির পিছন দিকেই একটি জানালার গ্রীল ও তার জানালা ভেঙে ভিতরে ঢুকে দুইটি স্টীলের আলমারী ও একটি ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে দশ ভরি সোনা ও ছয় ভরি চাঁদি সহ নগদ পঁচিশ হাজার টাকা চুরি করে।

আরও পড়ুন: মন্দিরের চুরি হওয়া প্রাচীন পিতলের মূর্তি সহ গ্রেফতার ১ দুষ্কৃতী

অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে আসে পুলিশ।  এলাকাবাসীর অভিযোগ, গ্রামের ষষ্ঠী তলা মোড়ে কোনো আলো না থাকায় বসে গাঁজা থেকে মদের আড্ডা। আর তারপর থেকে বেড়েছে গ্রামে চুরির  উৎপাত। কিছুদিন আগে গ্রামের দক্ষিণাকালী মন্দিরে চুরি হয়। রাস্তার ধারে বাড়ি থেকে  চুরির ঘটনায়  আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পেশায় ভাড়া গাড়ির চালক  নিশিকান্ত একেবারে ভেঙে পড়েছেন।