১২ নভেম্বর ২০২৫, বুধবার, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 470

প্রতীকী ছবি

পুবের কলম,ওয়েবডেস্ক: চেতলা অগ্রণীর (Chetla Agrani Club) পুজো মণ্ডপে আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। আজ দর্শকদের জন্য বন্ধ থাকবে পুজোমণ্ডপ। বলা বাহুল্য, রাজ্যজুড়ে পুজোর আমেজ।  উদ্বোধন হয়ে গিয়েছে  একাধিক পুজোর মণ্ডল। বিগ্রহ দেখতেও বেড়িয়ে পড়েছেন অনেকে। এই আবহেই অঘটন দক্ষিণ কলকাতার অন্যতম এই বড় পুজো মণ্ডপে। আজ সকালেই চেতলার মণ্ডপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাই সাধারণ দর্শনার্থীদের সুরক্ষার্থে  প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

READ MORE: থমথমে লাদাখ, অশান্তি ছড়ানোর অভিযোগে কংগ্রেস কাউন্সিলারের নামে FIR

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের

প্রসঙ্গত, শহরের প্রথম সারির পুজোগুলোর (durga puja) মধ্যে অন্যতম হল চেতলা অগ্রণী। সংশ্লিষ্ট পুজোর উদ্যোক্তাদের তালিকায় (firhad hakim) মেয়র ফিরহাদ হাকিম থাকায়, উক্ত পুজোটি তাঁর পুজো বলেই খ্যাতি অর্জন করে আসছে। বুধবারই এই মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বাংলায় পদ্মার ইলিশ

তার পরেই দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল মণ্ডপের দরজা। নেমেছিল দর্শকদের ঢল। কিন্তু বৃহস্পতিবার ঘটে গেল অঘটন।  যদিও অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানা গেছে। শর্ট সার্কিট থেকে চেতলার মণ্ডপে আগুন লেগেছিল বলেও প্রাথমিক অনুমান। আপাতত পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে ফের কবে চেতলা অগ্রণীর মণ্ডপ খুলবে তা এখনও জানা যায়নি। পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

Chetla Agrani Club: চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে আগুন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: চেতলা অগ্রণীর (Chetla Agrani Club) পুজো মণ্ডপে আগুন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দু’টি ইঞ্জিন। আজ দর্শকদের জন্য বন্ধ থাকবে পুজোমণ্ডপ। বলা বাহুল্য, রাজ্যজুড়ে পুজোর আমেজ।  উদ্বোধন হয়ে গিয়েছে  একাধিক পুজোর মণ্ডল। বিগ্রহ দেখতেও বেড়িয়ে পড়েছেন অনেকে। এই আবহেই অঘটন দক্ষিণ কলকাতার অন্যতম এই বড় পুজো মণ্ডপে। আজ সকালেই চেতলার মণ্ডপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তাই সাধারণ দর্শনার্থীদের সুরক্ষার্থে  প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

 

আরও পড়ুন: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

READ MORE: থমথমে লাদাখ, অশান্তি ছড়ানোর অভিযোগে কংগ্রেস কাউন্সিলারের নামে FIR

আরও পড়ুন: মহালয়ায় সবাইককে শুভেচ্ছা মমতা-অভিষেকের

প্রসঙ্গত, শহরের প্রথম সারির পুজোগুলোর (durga puja) মধ্যে অন্যতম হল চেতলা অগ্রণী। সংশ্লিষ্ট পুজোর উদ্যোক্তাদের তালিকায় (firhad hakim) মেয়র ফিরহাদ হাকিম থাকায়, উক্ত পুজোটি তাঁর পুজো বলেই খ্যাতি অর্জন করে আসছে। বুধবারই এই মণ্ডপের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)

আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বাংলায় পদ্মার ইলিশ

তার পরেই দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল মণ্ডপের দরজা। নেমেছিল দর্শকদের ঢল। কিন্তু বৃহস্পতিবার ঘটে গেল অঘটন।  যদিও অগ্নিকাণ্ডের জেরে বড় ক্ষয়ক্ষতির খবর নেই বলেই জানা গেছে। শর্ট সার্কিট থেকে চেতলার মণ্ডপে আগুন লেগেছিল বলেও প্রাথমিক অনুমান। আপাতত পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবে ফের কবে চেতলা অগ্রণীর মণ্ডপ খুলবে তা এখনও জানা যায়নি। পুরো ঘটনায় দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।