ছাত্রীদের যৌন হেনস্থায় অভিযুক্ত সাধু চৈতন্যনন্দ সরস্বতীকে গ্রেফতার করল পুলিশ

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 245
পুবের কলম ওয়েবডেস্ক: দিল্লির এক বেসরকারি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে স্বঘোষিত সাধু স্বামী চৈতন্যনন্দ সরস্বতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শেষবার তার লোকেশন ধরা পড়ে আগ্রায়।
এরপরই পুলিশের বিশেষ দল আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি আগ্রাতেই আত্মগোপন করেছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মেডিক্যাল পরীক্ষা করানো হচ্ছে।
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ছাত্রী যৌন হেনস্থার গুরুতর অভিযোগ করেছেন। ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে কড়া তদন্ত চালানো হবে এবং দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।