ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি, নদিয়া থেকে গ্রেফতার যুবক

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 283
পুবের কলম,ওয়েবডেস্ক: ভারতীয় সেনাবাহিনীকে কটূক্তি! নদিয়া থেকে গ্রেফতার এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। নাম বিশ্বজিৎ বিশ্বাস। আরাংঘাটার বাসিন্দা তিনি। শুক্রবার রাতে গ্রেফতার করা হয় তাঁকে। শনিবার বিকেলে আদালতে তোলা হয়। পুরো ঘটনা শুনে আপাতত ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে বলে খবর। সম্প্রতি একটি ফেসবুক লাইভ করে বিশ্বজিৎ। যেখানে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করে সে।
এমনকী সেনায় কর্মরত কিছু মানুষ সম্পর্কেও তিনি কুরুচিকর মন্তব্য করে এসেছেন। আর তাঁর এই কাণ্ডগুলি দেখেই ক্ষেপে যান স্থানীয়রা। সেনায় কর্মরতদের পরিবারের অনেকেই অভিযোগ জানান তাঁর বিরুদ্ধে। বলা বাহুল্য, বিশ্বজিৎ বিশ্বাস নামক এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিরাট প্রভাবশালী। তিনি সেখানে ‘ফিট বিশ্বজিৎ’ নামে পরিচিত। তাঁর ৩.৩ লক্ষ ফলোয়ার রয়েছে। তিনি মাঝেমধ্যেই নিজের মতামত জানান সেখানে।
আর এই কাজ করতেই গিয়েই বিশ্বজিৎ বিরাট অপরাধ করে ফেলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, অ্যারেস্ট করার পর ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে চাওয়া হয়, কেন তাঁর ইন্ডিয়ান আর্মড ফোর্সের বিরুদ্ধে এত রাগ? কেনই বা তিনি এই ধরনের মন্তব্য করে থাকেন? যদিও প্রত্যুত্তরে বিশ্বজিৎ কি জানিয়েছেন তা এখনও জানা যায়নি।