আমেরিকার মিশিগানে গির্জায় বন্দুক হামলা: নিহত অন্তত ৪, আহত ৮

- আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 324
যুক্তরাষ্ট্রের মিশিগানে ভয়াবহ বন্দুক হামলায় কেঁপে উঠল ধর্মীয় উপাসনালয়। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের ‘চার্চ অব জিসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেইন্টস’ গির্জায় প্রার্থনার সময় এক বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও আটজন।
পুলিশ জানায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় প্রার্থনা চলাকালে হামলাকারী একটি পিকআপ ভ্যান গির্জার প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে নির্বিচারে গুলি চালায়। এরপর গির্জায় আগুন লাগিয়ে দেয়। আতঙ্কে মানুষ ছুটোছুটি শুরু করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশের প্রধান উইলিয়াম রেনি জানান, জরুরি নম্বরে ফোন আসার ৩০ সেকেন্ডের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মাত্র আট মিনিটের মধ্যে হামলাকারীকে গুলি করে হত্যা করে। পুলিশের সঙ্গে তার গুলিবিনিময়ের পর গির্জার বাইরে পার্কিং লটে তার মৃত্যু হয়।
হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০) বলে নিশ্চিত করেছে পুলিশ। তিনি বার্টন এলাকার বাসিন্দা এবং সেনাবাহিনীর সাবেক সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
পুলিশ প্রধান রেনি বলেন, “ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও হতাহতের আশঙ্কা রয়েছে।” আহত আটজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর গির্জা থেকে ঘণ্টার পর ঘণ্টা আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। হামলাকারীর বাড়ির চারপাশ ঘিরে রেখেছে পুলিশ।