০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শোকে মুষড়ে গেছেন, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে বিজয় থালাপতি!

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
  • / 239

 

ভারতের তামিলনাড়ুতে নিজের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪০ জন নিহত হওয়ার ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া থালাপতি বিজয়। তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামের রাজনৈতিক দলের প্রধান তিনি। দলীয় সূত্রে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।
গত শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়, ফলে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ৪০ জন মারা যান। আহত হন প্রায় ১০০ জন।
টিভিকে সূত্র জানায়, এই ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন বিজয় থালাপতি। তিনি এতটাই মুষড়ে পড়েছেন যে ঘটনার পর থেকে তিনি কিছুই খাননি।
বিজয় মৃতদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। টিভিকে দুই শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। দলের পক্ষ থেকে সিবিআই বা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবি করা হয়েছে।
ঘটনার পর বিজয়কে অবিলম্বে কারুর ছাড়তে বলা হয়। এরপর তিনি ঘটনাস্থল ছেড়ে চেন্নাই যান। ইস্ট কোস্ট রোড সংলগ্ন নীলঙ্কারাইয়ে বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে এবং ডগস্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়েছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শোকে মুষড়ে গেছেন, খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে বিজয় থালাপতি!

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার

 

ভারতের তামিলনাড়ুতে নিজের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪০ জন নিহত হওয়ার ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া থালাপতি বিজয়। তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) নামের রাজনৈতিক দলের প্রধান তিনি। দলীয় সূত্রে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে।
গত শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতি বিজয়ের সমাবেশে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। একপর্যায়ে অতিরিক্ত গরম ও হুড়োহুড়িতে বিশৃঙ্খলা দেখা দেয়, ফলে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ৪০ জন মারা যান। আহত হন প্রায় ১০০ জন।
টিভিকে সূত্র জানায়, এই ঘটনায় শোকে মুষড়ে পড়েছেন বিজয় থালাপতি। তিনি এতটাই মুষড়ে পড়েছেন যে ঘটনার পর থেকে তিনি কিছুই খাননি।
বিজয় মৃতদের পরিবারকে ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আহত প্রায় ১০০ জনের প্রত্যেককে ২ লাখ রুপি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
জনসভায় পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। টিভিকে দুই শীর্ষ নেতার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। দলের পক্ষ থেকে সিবিআই বা আদালতের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবি করা হয়েছে।
ঘটনার পর বিজয়কে অবিলম্বে কারুর ছাড়তে বলা হয়। এরপর তিনি ঘটনাস্থল ছেড়ে চেন্নাই যান। ইস্ট কোস্ট রোড সংলগ্ন নীলঙ্কারাইয়ে বিজয়ের বাসভবনে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। পুলিশ সেখানে নিরাপত্তা জোরদার করেছে এবং ডগস্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়েছে।