০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, ধসে পড়ল শতাব্দী প্রাচীন বান্তায়ান চার্চ, মৃত অন্তত ৬০

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১ অক্টোবর ২০২৫, বুধবার
  • / 131

 

শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফিলিপিন্স। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট নাগাদ ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির কেন্দ্রীয় অঞ্চল। এতে ধসে পড়ে ঐতিহাসিক বান্তায়ান চার্চ। এখন পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সেবু প্রদেশের বোগো শহরের উত্তর-পূর্বে প্রায় ১৭ কিলোমিটার দূরে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। বোগো এলাকায় প্রায় ৯০ হাজার মানুষ বসবাস করেন।
শক্তিশালী কম্পনের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। কয়েক শতাব্দী পুরনো প্যারিশ অফ সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেল চার্চও ধসে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে চার্চ ভেঙে পড়ার দৃশ্য। স্থানীয়রা জানান, ধস নামার মুহূর্তে ভয়াবহ শব্দে এলাকা কেঁপে ওঠে, অনেকে প্রাণ বাঁচাতে ছুটে পালান।

উদ্ধারকারী দল জানিয়েছে, ভূমিকম্পে বোগোর কংক্রিটের ঘরবাড়ি, একটি দমকল কেন্দ্র ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালাচ্ছেন।

অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ ইন্দোনেশিয়ার বালি সাগরের কাছেও ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, ধসে পড়ল শতাব্দী প্রাচীন বান্তায়ান চার্চ, মৃত অন্তত ৬০

আপডেট : ১ অক্টোবর ২০২৫, বুধবার

 

শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের মুখে ফিলিপিন্স। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিট নাগাদ ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির কেন্দ্রীয় অঞ্চল। এতে ধসে পড়ে ঐতিহাসিক বান্তায়ান চার্চ। এখন পর্যন্ত অন্তত ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ১০০ জনেরও বেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল সেবু প্রদেশের বোগো শহরের উত্তর-পূর্বে প্রায় ১৭ কিলোমিটার দূরে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। বোগো এলাকায় প্রায় ৯০ হাজার মানুষ বসবাস করেন।
শক্তিশালী কম্পনের ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আতঙ্কে বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। কয়েক শতাব্দী পুরনো প্যারিশ অফ সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেল চার্চও ধসে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে চার্চ ভেঙে পড়ার দৃশ্য। স্থানীয়রা জানান, ধস নামার মুহূর্তে ভয়াবহ শব্দে এলাকা কেঁপে ওঠে, অনেকে প্রাণ বাঁচাতে ছুটে পালান।

উদ্ধারকারী দল জানিয়েছে, ভূমিকম্পে বোগোর কংক্রিটের ঘরবাড়ি, একটি দমকল কেন্দ্র ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। পুলিশ ও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ চালাচ্ছেন।

অন্যদিকে, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিট নাগাদ ইন্দোনেশিয়ার বালি সাগরের কাছেও ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।