০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নরেন্দ্র মোদির সমর্থন

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১ অক্টোবর ২০২৫, বুধবার
  • / 628

 

গাজা-ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ শান্তি পরিকল্পনা ঘোষণা করা হয়।

পরের দিন মঙ্গলবার (১ অক্টোবর) এক্সে দেওয়া পোস্টে মোদি লেখেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিস্তৃত পরিকল্পনার ঘোষণাকে স্বাগত জানাই। এটি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য, পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রদান করবে।”

তিনি আরও বলেন, “এটি ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার একটি সুযোগ এনে দেবে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করবেন।”

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নরেন্দ্র মোদির সমর্থন

আপডেট : ১ অক্টোবর ২০২৫, বুধবার

 

গাজা-ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৩০ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকের পর এ শান্তি পরিকল্পনা ঘোষণা করা হয়।

পরের দিন মঙ্গলবার (১ অক্টোবর) এক্সে দেওয়া পোস্টে মোদি লেখেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিস্তৃত পরিকল্পনার ঘোষণাকে স্বাগত জানাই। এটি ফিলিস্তিনি ও ইসরায়েলি জনগণের জন্য, পাশাপাশি বৃহত্তর পশ্চিম এশীয় অঞ্চলের দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের একটি কার্যকর পথ প্রদান করবে।”

তিনি আরও বলেন, “এটি ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার একটি সুযোগ এনে দেবে। আমরা আশা করি, সংশ্লিষ্ট সবাই প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে সমর্থন করবেন।”