হামাস আংশিকভাবে প্রস্তাব মেনে নেওয়ায় ইসরায়েলকে অবিলম্বে গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প

- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 244
হামাস যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতি দেওয়ায় সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, হামাস স্থায়ী শান্তির পথে এগোতে প্রস্তুত।
শুক্রবার ট্রাম্প হামাসকে রবিবারের মধ্যে প্রস্তাব মেনে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কয়েক ঘণ্টা পর হামাস জীবিত ও মৃত সব জিম্মি মুক্তির সম্মতি জানিয়ে প্রস্তাব আংশিকভাবে গ্রহণ করে।
এর পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে লিখেছেন, “হামাসের ঘোষণার পর আমি বিশ্বাস করি তারা শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের নিরাপদে মুক্ত করা যায়।”
হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসন একটি স্বাধীন ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থার হাতে দিতে চায়।