রোহিত যুগের অবসান! ওয়ানডে দলের নতুন অধিনায়ক শুভমান গিল

- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 124
পুবের কলম ওয়েবডেস্ক: আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আর শনিবার ভারতের অষ্ট্রেলিয়া সফরের দল নির্বাচনে তাতে সিলমোহর পড়ল। ওয়ানডে ক্রিকেটে শেষ হল অধিনায়ক রোহিত শর্মার জমানা। ভারতের ওয়ানডে ক্রিকেটে দলের নতুন অধিনায়ক হলেন শুভমান গিল। অধিনায়কত্ব হারালেও আসন্ন অষ্ট্রেলিয়া সফরের দলে রইলেন রইলেন রোহিত। রয়েছেন আর এক কিংবদন্তি বিরাট কোহলিও। টি-২০ দলের অধিনায়ক হিসেবে সূর্যকুমার যাদবের ওপরেই ভরসা রেখেছেন নির্বাচকেরা। যিনি সদ্য দেশকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন করেছেন। তবে কোনও দলেই জায়গা হয়নি বাংলার পেসার মুহাম্মদ শামির। এটা এখন পরিস্কার যে, নির্বাচকেরা আর শামির কথা ভাবছেন না।
টেস্ট ও টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে বিরাট ও রোহিতকে ওয়ানডে দলে রাখা হবে কিনা, তাই নিয়ে দেশের ক্রিকেট মহলে বিস্তর জল্পনা চলছিল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখেই নেতৃত্বে বদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে। চমকপ্রদভাবে ওয়ানডে দলের সহ অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। এশিয়া কাপের দলে শ্রেয়সের কেন জায়গা হয়নি? ক’দিন আগেই এই প্রশ্নে উত্তাল হয়েছিল দেশের ক্রিকেট মহল। অজিদের বিরুদ্ধে টি-২০ দলে অবশ্য শ্রেয়সের জায়গা হয়নি। অর্থাৎ নির্বাচকেরা এখন তাঁকে ওয়ানডের জন্যই ভাবছেন। অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। টি-২০ দলে জায়গা হয়নি মুহাম্মদ সিরাজের। চোটের কারনে কোনও দলেই নেই হার্দিক পান্ডিয়া ও ঋষভ পন্থ।
এখন প্রশ্ন, অষ্ট্রেলিয়াতেই কি শেষবার দেশের জার্সিতে দেখা যেতে চলেছে বিরাট-রোহিতকে? তাঁরা যদি সেখানে সফল হন তো ঠিক আছে। কিন্তু ব্যর্থ হলে, বিরাট-রোহিতকে দল থেকে ছেঁটে ফেলার রাস্তায় হাঁটতে পারে বোর্ড। প্রসঙ্গত, অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়া তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। সিরিজের প্রথম ওয়ানডে ১৯ অক্টোবর।
ভারতের ওয়ানডে দল : শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মুহাম্মদ সিরাজ, অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
ভারতের টি-২০ দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।
🚨 India’s squad for Tour of Australia announced
Shubman Gill named #TeamIndia Captain for ODIs
The #AUSvIND bilateral series comprises three ODIs and five T20Is against Australia in October-November pic.twitter.com/l3I2LA1dBJ
— BCCI (@BCCI) October 4, 2025