০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিপর্যস্ত উত্তরবঙ্গ, আটকে পড়া পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হল কন্ট্রোল রুম

সুস্মিতা
- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 104
পুবের কলম ওয়েবডেস্ক: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। গত ১২ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ৩০০ মিলিমিটার। ধসের ফলে পাহাড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বহু ট্রেন বাতিল। দার্জিলিংয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।
পর্যটকদের সহায়তায় নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম ও চারটি হেল্পলাইন নম্বর। ১০৭০, ৮৬৯৭৯৮১০৭০, ২২১৪-৩৫২৬, ২২৫৩-৫১৮৫। দার্জিলিং পুলিশও চালু করেছে কন্ট্রোল রুম (৯১৪৭৮৮৯০৭৮)। পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যসচিব, সোমবার উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী।