০৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিহারের পাশাপাশি সাত রাজ্যের ৮ বিধানসভায় উপনির্বাচন ঘোষণা কমিশনের

আবুল খায়ের
  • আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
  • / 114

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ছট পুজোর পরই হবে বিহারে ভোটগ্রহণ। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ২ দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। আর বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। একইসঙ্গে জ্ঞানেশ কুমার জানান, বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন দেশের একাধিক জায়গায় ৮টি বিধানসভায় উপনির্বাচন হবে। ওই ৮টি আসনে উপনির্বাচনের ফলও ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।

জম্মু ও কাশ্মীরের বুদগাম এবং নাগরোটা বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা। ওমর আবদুল্লার পদত্যাগের কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে খালি রয়েছে বুদগাম আসন। ওমর আবদুল্লা গান্দেরবাল আসনটি ধরে রাখার জন্য বুদগাম আসনটি ছেড়ে দেন। ২০২৪ সালের জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে, ওমর বুদগামে জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (জেকেপিডিপি) প্রার্থী আগা সৈয়দ মুন্তজির মেহেদীকে ১৮,৪৮৫ ভোটে পরাজিত করেছিলেন। গত বছরের অক্টোবরে বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানার মৃত্যু হওয়ায় নাগরোটা আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত।

রাজস্থানের আন্তা বিধানসভা কেন্দ্রেও ১১ নভেম্বর উপনির্বাচনের ঘোষণা। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজেপির কানওয়ার লাল মীনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া, জনসাধারণের কাজে বাধা দেওয়া এবং সম্পত্তির ক্ষতি করার মতোও অভিযোগ ছিল। তাই ওই আসনে উপনির্বাচনের ঘোষণা। ২০২৩ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে, কানওয়ার লাল মীনা কংগ্রেস নেতা প্রমোদ জৈন ভায়াকে ৫,৮৬১ ভোটে পরাজিত করেছিলেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা রামদাস সোরেনের মৃত্যুর কারণে ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা আসনটি ফাঁকা রয়েছে। তাই ওই আসনে উপনির্বাচনের ঘোষণা। ঘাটশিলা তফসিলি উপজাতি (এসটি)-এর জন্য সংরক্ষিত।

বিআরএস বিধায়ক মাগন্তী গোপীনাথের মৃত্যুর কারণে তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনও ফাঁকা। সেখানে ১১ নভেম্বর হবে উপনির্বাচন। ২০২৩ সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে গোপীনাথ কংগ্রেস প্রার্থী মহম্মদ আজহারউদ্দিনকে ১৬,৩৩৭ ভোটে পরাজিত করেছিলেন।চলতি বছরের জুনে আম আদমি পার্টির বিধায়ক কাশ্মীর সিং সোহালের জীবনাবসান হয়। তার পর থেকেই ফাঁকা পাঞ্জাবের তরন তারান আসন। ১১ নভেম্বর এই আসনেও উপনির্বাচন। সেপ্টেম্বরে বিজু জনতা দলের (বিজেডি) বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়ার মৃত্যুর কারণে ওডিশার নুয়াপাড়া বিধানসভা আসনের উপনির্বাচনের ঘোষণা। এই আসনেও ১১ নভেম্বর হবে ভোটগ্রহণ। এই বছরের জুলাই মাসে মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) লালরিন্টলুয়াঙ্গা সাইলোর মৃত্যুর কারণে মিজোরামের ডাম্পা বিধানসভা কেন্দ্রেও ১১ নভেম্বর উপনির্বাচনের ঘোষণা। ২০২৩ সালের মিজোরাম বিধানসভা নির্বাচনে, সাইলো জোরাম পিপলস মুভমেন্ট (জেপিএম) প্রার্থী ভানলালসাইলোভাকে মাত্র ২৯২ ভোটে পরাজিত করেছিলেন। ডাম্পা তফসিলি উপজাতি (এসটি) জন্য এই আসনটি সংরক্ষিত।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিহারের পাশাপাশি সাত রাজ্যের ৮ বিধানসভায় উপনির্বাচন ঘোষণা কমিশনের

আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েব ডেস্কঃ বিহারে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। ছট পুজোর পরই হবে বিহারে ভোটগ্রহণ। সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিহারে ২৪৩টি বিধানসভা আসনে ২ দফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। এদিন সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ঘোষণা করেন, প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। আর বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। বিহারের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। একইসঙ্গে জ্ঞানেশ কুমার জানান, বিহারে দ্বিতীয় দফায় ভোটগ্রহণের দিন দেশের একাধিক জায়গায় ৮টি বিধানসভায় উপনির্বাচন হবে। ওই ৮টি আসনে উপনির্বাচনের ফলও ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।

জম্মু ও কাশ্মীরের বুদগাম এবং নাগরোটা বিধানসভা আসনে উপনির্বাচনের ঘোষণা। ওমর আবদুল্লার পদত্যাগের কারণে ২০২৪ সালের অক্টোবর থেকে খালি রয়েছে বুদগাম আসন। ওমর আবদুল্লা গান্দেরবাল আসনটি ধরে রাখার জন্য বুদগাম আসনটি ছেড়ে দেন। ২০২৪ সালের জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনে, ওমর বুদগামে জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (জেকেপিডিপি) প্রার্থী আগা সৈয়দ মুন্তজির মেহেদীকে ১৮,৪৮৫ ভোটে পরাজিত করেছিলেন। গত বছরের অক্টোবরে বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং রানার মৃত্যু হওয়ায় নাগরোটা আসনে উপনির্বাচনের সিদ্ধান্ত।

রাজস্থানের আন্তা বিধানসভা কেন্দ্রেও ১১ নভেম্বর উপনির্বাচনের ঘোষণা। ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় বিজেপির কানওয়ার লাল মীনাকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে সরকারি আধিকারিকদের হুমকি দেওয়া, জনসাধারণের কাজে বাধা দেওয়া এবং সম্পত্তির ক্ষতি করার মতোও অভিযোগ ছিল। তাই ওই আসনে উপনির্বাচনের ঘোষণা। ২০২৩ সালের রাজস্থান বিধানসভা নির্বাচনে, কানওয়ার লাল মীনা কংগ্রেস নেতা প্রমোদ জৈন ভায়াকে ৫,৮৬১ ভোটে পরাজিত করেছিলেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা রামদাস সোরেনের মৃত্যুর কারণে ঝাড়খণ্ডের ঘাটশিলা বিধানসভা আসনটি ফাঁকা রয়েছে। তাই ওই আসনে উপনির্বাচনের ঘোষণা। ঘাটশিলা তফসিলি উপজাতি (এসটি)-এর জন্য সংরক্ষিত।

বিআরএস বিধায়ক মাগন্তী গোপীনাথের মৃত্যুর কারণে তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনও ফাঁকা। সেখানে ১১ নভেম্বর হবে উপনির্বাচন। ২০২৩ সালের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে গোপীনাথ কংগ্রেস প্রার্থী মহম্মদ আজহারউদ্দিনকে ১৬,৩৩৭ ভোটে পরাজিত করেছিলেন।চলতি বছরের জুনে আম আদমি পার্টির বিধায়ক কাশ্মীর সিং সোহালের জীবনাবসান হয়। তার পর থেকেই ফাঁকা পাঞ্জাবের তরন তারান আসন। ১১ নভেম্বর এই আসনেও উপনির্বাচন। সেপ্টেম্বরে বিজু জনতা দলের (বিজেডি) বিধায়ক রাজেন্দ্র ঢোলাকিয়ার মৃত্যুর কারণে ওডিশার নুয়াপাড়া বিধানসভা আসনের উপনির্বাচনের ঘোষণা। এই আসনেও ১১ নভেম্বর হবে ভোটগ্রহণ। এই বছরের জুলাই মাসে মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) লালরিন্টলুয়াঙ্গা সাইলোর মৃত্যুর কারণে মিজোরামের ডাম্পা বিধানসভা কেন্দ্রেও ১১ নভেম্বর উপনির্বাচনের ঘোষণা। ২০২৩ সালের মিজোরাম বিধানসভা নির্বাচনে, সাইলো জোরাম পিপলস মুভমেন্ট (জেপিএম) প্রার্থী ভানলালসাইলোভাকে মাত্র ২৯২ ভোটে পরাজিত করেছিলেন। ডাম্পা তফসিলি উপজাতি (এসটি) জন্য এই আসনটি সংরক্ষিত।