আইপিএস আত্মহত্যার জের, হরিয়ানার নয়া ডিজি হলেন ওপি সিং

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 67
পুবের কলম, ওয়েবডেস্ক: হরিয়ানার চণ্ডীগড়ে বাড়ির বেসমেন্ট থেকে আইপিএস অফিসার ওয়াই পূরণ কুমারের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি নিজেকে গুলি করে আত্মঘাতী হন বলে জানায় পুলিশ। সেই ঘটনায় হরিয়ানার একাধিক উচ্চপদস্থ আমলাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আইপিএস আত্মহত্যার ঘটনার তদন্তে নেমে সোমবার রাজ্য পুলিশের ডিজি শত্রুজিৎ কাপুরকে ছুটিতে পাঠায় হরিয়ানা সরকার। পূরণের সুইসাইড নোটে শত্রুজিতেরও নাম ছিল। তাঁর বিরুদ্ধে মানসিক নির্যাতন এবং বৈষম্যের অভিযোগ তুলেছিলেন আত্মঘাতী অফিসার। ঘটনার তদন্ত চলছে।
এদিকে হরিয়ানায় নতুন ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল ওপি সিংকে। হরিয়ানা পুলিশ হাউজিং কর্পোরেশনের এমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। মঙ্গলবার সিংকে রাজ্য পুলিশের ডিজি হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। ইতিমধ্যে তিনি ওই পদে দায়িত্বভার গ্রহণ করেছেন।